প্রকাশিত: Fri, Feb 24, 2023 12:23 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:57 PM

বিজ্ঞানের জন্য মুক্তহস্তে দান করুন

মোহাম্মদ এ. হালিম : হে আল্লাহÑ এই জাতি হাজার হাজার কোটি টাকা মুহূর্তেই নষ্ট করে কিন্তু এই জাতি তার ছেলে মেয়েদের শিক্ষা ও গবেষণার জন্য টাকা খরচ করতে কৃপণতা করে। বিজ্ঞান ও গবেষণার জন্য দান করলে, দান করাও হলো আবার হাজার হাজার মানুষের জন্য নতুন নতুন জ্ঞান ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও নেওয়া হলো। বিজ্ঞানের জন্য যিনি দান করেন তিনি সকলের নিকট সম্মানিত। বিজ্ঞানের জন্য খরচ করা মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আত্মনির্ভরশীল হিসাবে তৈরি করা। দেশেই নিত্যনতুন পন্য তৈরি করতে চান বিজ্ঞানের জন্য দান করুন। আপনার ওষুধ কোম্পানিতে সেরা কেমিস্ট, বায়োকেমিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ দিতে চান তাহলে বিজ্ঞান গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তহস্তে দান করুন। 

আপনি অঢেল সম্পদের মালিক এবং মৃত্যুর আগেই দান করতে চান আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান গবেষণার জন্য দান করুন। বিজ্ঞানী ও উদ্যোগতা তৈরি করতে চান বিজ্ঞানের জন্য মুক্তহস্তে দান করুন। অর্থকড়ি নিয়ে মানসিক অশান্তিতে ভুগছেন অল্প হলেও বিজ্ঞান গবেষণায় দান করুন। উত্তম দাতা তিনি যিনি বিজ্ঞান ও মানুষের কল্যাণে দান করেন। আপনার শিল্পকারখানায় ভালো মানের প্রকৌশলী নিয়োগ দিতে চান তাহলে আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে দান করুন। আপনার ছেলেমেয়েকে দেশেই ভালো মানের পিএইচডি করাতে চান বিজ্ঞান গবেষণায় দান করুন। মনে রাখবেন বিজ্ঞানের জন্য আপনি যে পরিমাণ ইনভেস্ট করবেন তার থেকে শতগুণ বেশি আপনার পরিবার ও ভবিষ্যৎ বংশধররা ফেরত পাবে এঁধৎধহঃববফ। লেখক: গবেষক। ফেসবুক থেকে