প্রকাশিত: Sun, Feb 26, 2023 8:07 AM
আপডেট: Mon, Jan 26, 2026 5:06 PM

বেগম জিয়ার রাজনীতি নিয়ে ‘রাজনীতি’!

কাজী এম মোরশেদ :গত কয়েকদিন ধরে বেগম জিয়ার রাজনীতি নিয়ে রাজনীতি দেখছি। যার রাজনীতি করা নিয়ে এতো কথা, তার নিজের বা দলের কোনো কথা নাই, অন্য মানুষের চিন্তা বেশি। আইনমন্ত্রী বলছেন, রাজনীতি করতে পারবেন। তথ্যমন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক-১ বলছেন, রাজনীতি করতে পারবেন না। যুগ্ম সাধারণ সম্পাদক-৩ বলছেন, স্বশরীরে শারীরিকভাবে গিয়ে করতে পারবেন না। আমি যেইভাবে দেখি: [১] এই ধরনের ইস্যু তৈরি করা হয় যখন জনগণের নজর সরানোর দরকার হয়। জনগণ আদানির বিদ্যুৎ নিয়ে খেয়াল রাখছে, এই রাজনীতি জটিলতায় চোখ সরানো যায় নাই। 

[২] কয়লার দাম ৪০০ ডলার/টন নাকি ২৫০ ডলার/টন, এখনো সেদিকে নজর। সকালে ভুয়া এক নাটক দাঁড় করানোর পরও পাবলিক কয়লা আর বিদ্যুৎ খেয়াল করছে। [৩] বেগম জিয়া রাজনীতি করতে পারবেন কিনা তার চেয়ে গুরুত্বপূর্ন ব্যাপার উনি করতে চান কিনা। তারদল এই ব্যাপারে কিছু বলে নাই। বিশেষ করে যার কথা, তিনি নিজেই কোন বার্তা দেন নাই। [৪] আওয়ামী সরকারের আর দলের পার্থক্য পরিস্কার। কেউই মনে হয় কারও সঙ্গে কথা বলে একই বার্তা দেয় না। [৫] আমার ধারণা আনিসুল হক, হাসান মাহমুদ এবং মাহবুবুল হানিফ এই তিনজন প্রধান বক্তা, এর মধ্যে রাজনীতি সবচেয়ে ভালো বোঝেন আনিসুল হক। কারণ বলছি। 

[৬] আনিসুল হক চাচ্ছেন বেগম জিয়া রাজনীতি করুক। কারণ স্পষ্ট খোলা বেগম জিয়া থেকে অবরুদ্ধ বেগম জিয়া অনেক বেশি শক্তিমান। এখন দল চলে তারেক রহমানের নির্দেশে আর বেগম জিয়ার নামে। অর্থাৎ দুই নেতার অধীনে সফল রাজনৈতিক কাজ চলছে। যদি বেগম জিয়াকে দিয়ে রাজনীতি করানো যায়, নেতা কমে একজন হবে। [৭] আনিসুল হক আইনজীবী, তার পিতাও নামকরা আইনজীবী। তাদের রাজনীতি বোঝার একটা সক্ষমতা আছে, যেটা অন্য দুইজন ধরতে পারেন নাই। [৮] তবে দিনের শেষে দেখেন, আদানির কয়লা ২৫০ ডলার/টন হলে তখন এই টপিক আবার চলে যাবে। আনিসুল হক বলবেন, মিডিয়া ভুল কোট করেছে, উনি এটা বলেননি। অপেক্ষা করেন। আর ছয় নম্বর পয়েন্ট মনে রাখবেন। বঙ্গবন্ধু ১৫ বছর জেল খেটে অবরুদ্ধ হিসাবে যে শক্তি ছিলেন, খোলা মাঠে থাকলে সেই শক্তি হতেন কিনা সন্দেহ আছে। ম্যান্ডেলা প্রায় ৩০ বছর জেল খাটা তাকে এতো বড় নেতা করেছে। অবরুদ্ধ থাকা বিশাল শক্তির উৎস। ফেসবুক থেকে