প্রকাশিত: Sun, Feb 26, 2023 8:13 AM
আপডেট: Mon, Jan 26, 2026 5:02 PM

সুশীল ব্যঙ্গ হয়?

আফসান চৌধুরী: [১] আমাদের জমানাটা বেয়াদপের যুগ ছিল, সুশীল নয়। বিশ^জুড়েই আজকে পশ্চিমারা এতো সুশীল যে তারা প্রাচীন রূপকথা ‘সুশীল’ বানাচ্ছে  নতুন করে লিখে। ব্যঙ্গ সহ্য করতে পারে না কোনো পক্ষ। তাই সৃজনশীলতা নিম্নগামী আছে কেবল যৌনতা। ওটা মুক্ত, তাই সকল কর্মকাণ্ড ভাবনা, ওই পরিসরে। পুরুষরা ব্যঙ্গ করেই না আর কিন্তু নারীবাদীরাও চাপে আছে। ট্রান্স মানুষের ধাক্কায় ‘হারি পটার’ লেখিকা ব্যান্ড লিস্টে অনেকের। 

[২] তাই এই সবের চেয়ে বিছানায় যাওয়া অনেক সোজা, অনেক সহজ নিজের ছবি আপলোড করা। পর্নোগ্রাফির শ্রেষ্ঠ যুগ এই কাল, ওদের ১০ শতাংশ মানুষ নিজেদের যৌন কর্মের ছবি/ভিডিও আপলোড করে। সবাই পর্নোগ্রাফার। অবশ্য দাবি উঠেছে, সুশীল পর্নোগ্রাফির। [৩] তাই ব্যঙ্গ আর হবে না কারণ কেউ না কেউ তো বলবেই, ‘আমার অপমানিত লাগছে, বন্ধ করো’ না হয় মামলা। তাই সবাই হাসাতে হাসতে ভয় পায়, যদি কেউ মাইন্ড খায়। ওদের দেশে আর কেউ ‘মন্টি পাইথন’ বানাবে না। সুশীল বেঙ্গ বলে কিছু হয়? 

[৪] কাজের কারণে আমি চীন ও রাশিয়ায় গেছি কয়েকবার। একবার আমি এই কথাটা তুলেছিলাম সেখানে ১৯৮৯ সালে। ওরা বোঝেই না বিষয়টা, তারপর একজন বুড়া মতো পার্টি নেতা বললো, এক জনপ্রিয় জোক, তবে সেটা বছর দশেক পুরান। এটা নাকি কংগ্রেসে বলে এক নেতা। জোক বা ব্যঙ্গ বাক্যটি এরকম। চীনের শক্তির সামনে, এতোই খারাপ অবস্থা সামাজিক সাম্রাজ্যবাদী রাশিয়া যে তারা প্যান্ট আর পশমের জ্যাকেট ফেলে পালাবার টাইম পাচ্ছে না। স্বয়ং মাওসহ সবাই পাক্কা ৩ মিনিট হাসে। ভালো থাকবেন সবাই। লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক