প্রকাশিত: Tue, Feb 28, 2023 3:02 PM
আপডেট: Mon, Jan 26, 2026 6:33 PM

নির্বাচনের বছরে প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতকে আরেকটা সেক্টর গড়ে তোলার সুযোগ দেননি

ফজলুল বারী ; দুটি বই প্রত্যাহারের কারণ জানা গেলো হেফাজতের প্রশংসায়। হেফাজত বিবৃতি দিয়ে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেছে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী তখন তাদের আশ্বস্ত করেছিলেন। প্রধানমন্ত্রী তাঁর কথা রেখেছেন। এখন আওয়ামী লীগের যারা এ নিয়ে নানান কষ্ট কটাক্ষ প্রকাশ করেছিলেন তারা নিজেরা নিজেরা কান মলা খান। কারণ তারা আওয়ামী লীগ করলেও চেনেন নাই প্রধানমন্ত্রীকে। নির্বাচনের বছরে তিনি বিএনপি-জামায়াতকে আরেকটা সেক্টর গড়ে তোলার সুযোগ দেন নাই। এই সিদ্ধান্তে টাসকি খেয়েছে বিএনপি-জামায়াত। কারণ প্রধানমন্ত্রী তাদেরও জব্দ করেছেন। 

ফেসবুকে যারা লেখালেখি করেন তাঁদেরও চেনেন জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় না থাকলে সব শূন্য। ফেসবুকের এরাও তখন আর আওয়ামী লীগের আশেপাশে কোথাও থাকবে না। ওই দুই বই প্রত্যাহার করায় বাংলাদেশ ধংস হয়ে যায়নি। প্রত্যাহার না করলে মোল্লারা বিএনপি-জামায়াতের আগুনে আলুপোড়া খাওয়ার চেষ্টা করতো। তারা কথায় কথায় শেখ হাসিনার এতো নিন্দা করে। কিন্তু বই প্রত্যাহার ইস্যুতে একটু নিন্দা করেনি। লুকিয়ে লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছে। লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক। ফেসবুক থেকে