প্রকাশিত: Tue, Feb 28, 2023 3:04 PM
আপডেট: Mon, Jan 26, 2026 6:32 PM

খালেদা জিয়াকে রাজনীতি করতে বলার পেছনে সরকারের দুরভিসন্ধি কী?

গাজী নাসিরউদ্দিন আহমেদ : পিকিংপন্থী ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিকিংপন্থী ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন রাশেদ খান মেনন। দু’দিন আগে আওয়ামী লীগ সরকারের সাবেকমন্ত্রী রাশেদ খান মেনন আওয়ামী লীগের কড়া সমালোচনা করেছেন। তিনি এও বলেছেন, ১৪ দলীয় জোট নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বামপন্থীদের সমালোচনা করে বলেছেন, বামেরা আওয়ামী লীগের চেয়ে খারাপ। মন্ত্রিত্ব হারিয়ে তারা এখন সরকারের ওপর নাখোশ। এদিকে মেননের বোন সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ওদিকে বিএনপির সঙ্গে এখন আছেন মেননের সাবেক কমরেডরা। আছেন নতুন কমরেডরা। পানি কোনদিক থেকে কোনদিকে যায় বোঝা মুশকিল। দেখলাম, কাদির কল্লোল প্রথম আলোতে রিপোর্ট লিখে বোঝার চেষ্টা করেছেন, খালেদা জিয়াকে রাজনীতি করতে বলার পেছনে সরকারের দুরভিসন্ধি কী? দুরভিসন্ধিটা যদিও কাদির কল্লোল উদঘাটন করতে পারেননি। পাছে আবার তারেক রহমানের নেতৃত্ব নিয়ে কানাঘুষা শুরু হতে পারে। 

কাদির কল্লোল তিরিশ বছর ধরে পলিটিকাল রিপোর্টিং করেন। সাপ মেরে লাঠি অক্ষত ফেরত নেবার ফরমায়েশ পালন করতে গিয়ে বেচারার রিপোর্টের অবস্থা বেড়া-ছেঁড়া। ওদিকে মান্না ও নূরের মধ্যে কথা চালাচালি হচ্ছে প্রকাশ্যে। রব, সাকিদের আওয়াজ ম্রিয়মাণ। আওয়ামী লীগের নেতারা জানেন না, নির্বাচন এবার কীভাবে পার করবেন। জল বা পানি যা-ই বলুন, গড়াতে শুরু করেছে। আমাদের দেশে একজন স্পোর্টস কমেন্টেটর ছিলেন। উনাকে সবাই সম্বোধন করতে শ্রদ্ধেয় হামিদ ভাই বলে। তো ক্রিকেট ম্যাচে ধরেন বাই বা লেগবাই হলে সহ কমেন্টেটর বলতেন, যেভাবেই হোক, রান কিন্তু আসছে হামিদ ভাই। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে