প্রকাশিত: Wed, Mar 1, 2023 2:14 PM
আপডেট: Mon, Jan 26, 2026 6:16 PM

বদ লোকেরা আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছে

তসলিমা নাসরিন : ধর্ম আর পুরুষতন্ত্রের গায়ে আঁচড় কেটেছি বলে আমাকে প্রায় গোটা জীবনই ভুগতে হচ্ছে। জীবন দুর্বিষহ করে ফেলেছে ধর্ম এবং পুরুষতন্ত্রের রক্ষকেরা। এই রক্ষকদের মধ্যে প্রায় সকল শ্রেণির লোকই পড়েন। রাজনীতিবিদ, সমাজবিদ, শিক্ষক, চিকিৎসক, ধর্ষক, শিল্পী, প্রকৌশলী,  কেরানি,  ব্যবসায়ী, চোর, ডাকাত, কে নয়? একসময় আমার তুমুল জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তায় ধ্বস নামাতে যা যা করা দরকার সমাজের প্রায় সকল শ্রেণির লোক তা নিষ্ঠার সঙ্গে করেছেন। জনপ্রিয়তা তুঙ্গে যখন, অথবা যখন ধুলোয় মেশানো -আমার কিন্তু কোনও পরিবর্তন নেই। একই রকম নরম। একটুখানি বুদ্ধিমতী, অনেকখানি বোকা। আমাকে ব্যবহার করে নানা কিসিমের লোকদের জনপ্রিয় হওয়ার ছলাকলা দেখেছি জীবনভর। যে অঞ্চলে আমাকে লোকেরা খুব ভালোবাসে, সেখানে আমার সঙ্গে বন্ধুত্ব আছে বলা, যে অঞ্চলে আমাকে লোকেরা মোটেও ভালোবাসে না, সেখানে আমাকে একেবারেই চেনে না ভান করা, এবং যে অঞ্চলে আমাকে লোকেরা ঘৃণা করে, সেখানে আমার দিকে ঘৃণা ছুঁড়ে দেওয়া-অনেক দেখেছি, কিছুই নতুন নয়। 

যে লোকেরা আমার ক্ষতি করে, সেই লোকদের আমার শত্রুরা মাথায় তুলে নাচে। গত ৩০ বছরে আমার শত্রুসংখ্যা চক্রবৃদ্ধিহারে বেড়েছে। জিহাদিদের কাছে ডাক্তার ইয়াতিন্দর খারবান্ডা নামের এক চরম অসৎ লোকের ভীষণ জনপ্রিয়তা এখন, কারণ ওই লোকটি কিছুদিন আগে আমার জীবনের বিরাট এক সর্বনাশ করেছে, আমার সুস্থ শরীর থেকে সুস্থ হাড়মাংস কেটে ফেলে দিয়ে আমাকে অসুস্থ বানিয়েছে। লোকটির যেন বেহেস্ত নসীব হয়, আল্লাহর দরবারে জিহাদিরা সেই প্রার্থনাই করছে। শুধু তা-ই নয়, লোকটির ইহকালের সুখের জন্য যে কোন কিছুই করতে জিহাদিরা বদ্ধ পরিকর। যে লোকটি বাংলাদেশের ধর্মান্ধ পুরুষতান্ত্রিক সমাজে জনপ্রিয় হতে চায়, তার জন্য সবচেয়ে শর্টকাট পথ হচ্ছে, আমার ক্ষতি করা, আমার বদনাম করা। সুনীল সমরেশের মতো বিখ্যাত লেখকরাও এই পথ গ্রহণ করেছিলেন। 

আমার নিন্দে করলে ঝাঁকে ঝাঁকে লিঙ্গপাল ভিড় করে নিন্দুকের স্তুতি গায়। বদ লোকেরা আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছে, আজ থেকে নয়। ৩৪ বছর পশ্চিমবঙ্গে রাজত্ব করার পরও ভারতের শক্তিশালী রাজনৈতিক দল সিপিএমকে যদি মুসলমানের ভোট পাওয়ার জন্য আমার মতো এক নির্বাসিত নিষ্পেষিত অরাজনৈতিক একাকী লেখককে লাথি মারতে হয়, তাহলে এ লজ্জা কি আমার, নাকি দলের? নির্লজ্জদের কাণ্ড কারখানা দেখে নির্লজ্জদের লজ্জা হয় না, লজ্জা হয় আমার। লেখক: কথাসাহিত্যিক। ফেসবুক থেকে