প্রকাশিত: Mon, Mar 20, 2023 2:12 PM
আপডেট: Mon, Jan 26, 2026 8:12 PM

মাঠের নায়ক যেন মাঠের বাইরেও আমাদের নায়কই থাকেন

প্রভাষ আমিন : সর্বশেষ যে বিতর্ক নিয়ে তোলপাড়, তাহলো সাকিব দুবাইয়ে আরাভ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে গেছেন, যার মালিক খুনের মামলার পলাতক আসামি। এমন কিছু ঘটলে সাকিব ভক্তরা বলেন, সাকিব কীভাবে জানবেন, কে খুনি আর কে জুয়াড়ি। সাকিব দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে টি-২০ টুর্নামেন্ট খেলছেন, চুটিয়ে ব্যবসা করছেন। তিনি যদি মানুষ না চেনেন, তাহলে কীভাবে হবে।

দুবাইয়ে খুনের মামলার আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়া প্রসঙ্গেও তার ভক্তরা বলছেন, সাকিব তো পুলিশ নন, গোয়েন্দা নন, সাংবাদিক নন; তিনি কীভাবে জানবেন যে আরাভ খুনের মামলার আসামি। প্রথম কথা হলো, যে কেউ টাকা দিলেই তার দোকান উদ্বোধন করে দেওয়াটা সাকিবের মাপের তারকার সাথে যায় না। আর আরাভের কথা শুনে মনে হচ্ছে, সাকিবের সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের। সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ দাবি করেছেন, গোয়েন্দারা আগেই সাকিবকে আরাভ খানের ব্যাপারে সতর্ক করেছিলেন। কিন্তু সে সতর্কবার্তাকে পাত্তাই দেননি সাকিব। এখন গোয়েন্দা প্রধান হারুন বলছেন, প্রয়োজনে এই ঘটনায় সাকিবকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

বাংলাদেশের সেরা ক্রিকেটারকে যদি খুনের পলাতক আসামির সাথে সম্পৃক্ততার অভিযোগে পুলিশি জেরার মুখে পড়তে হয়, তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু থাকবে না। শুধু পুলিশের পরামর্শ উপেক্ষা করেছেন, তাই নয়; বিসিবিকেও গোনায় ধরেননি সাকিব। অবশ্য কখনোই তিনি বিসিবিকে পাত্তা দেন না। খেলার বাইরের যেকোনো বাণিজ্যিক কাজে বিসিবির অনুমতি নিতে হবে চুক্তিবদ্ধ সব ক্রিকেটারকেই। কিন্তু সাকিব কখনোই সেটা মানেন না। তিনি খুনের মামলার আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই গেছেন, সেটা বিসিবি জানেই না।

সাকিবের নানা অপকর্মের পক্ষে তার ভক্তরা বিভিন্ন সময়ে বিভিন্ন যুক্তি দেন। সবচেয়ে আপত্তিকর যুক্তি হলোÑ দেশের সবাই যখন দুর্নীতি করছে, তখন সাকিব করলে দোষ কী? কী ভয়ঙ্কর ভাবনা। এটা ঠিক দুর্নীতি এখন বাংলাদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। সবাই না হলেও অনেক মানুষ দুর্নীতির সঙ্গে জড়িত। কিন্তু তাই বলে সাকিবের দুর্নীতি বা অপকর্ম জায়েজ হয়ে যায় না। সাকিব খেলা থেকে, অ্যান্ডোর্সমেন্ট থেকে, ব্যবসা থেকে, দোকান উদ্বোধন থেকে টাকা আয় করুক, আমাদের কোনো আপত্তি নেই। কতো হাজার কোটি লাগবে, সেটাও আমরা ঠিক করে দেবো না। আমার কথা হলো, সাকিব যাই করুন, সেটা যেন তার তারকাখ্যাতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। মাঠের নায়ক যেন মাঠের বাইরেও আমাদের নায়কই থাকেন। লেখক: হেড অব নিউজ, এটিএন নিউজ