প্রকাশিত: Mon, Mar 20, 2023 2:12 PM
আপডেট: Mon, Jan 26, 2026 8:15 PM

ভালোবাসা আসলে একপাক্ষিকই!

জাহিদ হোসেন : ভালোবাসা আসলে একপাক্ষিকই। একপক্ষ ভালোবাসে, অন্য পক্ষ সাড়া দেয়। কখনো বেশি, কখনো কম, কখনো একেবারেই সাড়া দেয় না। অতএব, যাকে ভালোবাসেন তিনি যদি আপনাকে ভালো না বাসেন, অবাক হবেন না। হাজার বছর ধরে এই হয়ে আসছে। ভীম আর অর্জুন দু’জনেই ছিলো দ্রৌপদীর স্বামী। দ্রৌপদীকে সবার চেয়ে বেশি ভালোবাসত ভীম। কিন্তু বাকি চার স্বামীর প্রতি কর্তব্যে কমতি না থাকলেও ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব কেউ নয়, দ্রৌপদীর ভালোবাসা ছিলো অর্জুনের প্রতি। অর্জুন ছিল তাঁর প্রেমিক। বাকিরা এডমায়ারার। 

আপনি যাকে ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে কিনা, আপনি প্রেমিক নাকি এডমায়ারার, এই সব প্রশ্নের মীমাংসা হতে সময় লাগে। প্রাত্যহিকতার সংঘাতে মানুষ পুরনো হয়। স্বপ্নঘোর কেটে যায়। শরীরী কোলাহল স্তিমিত হয়ে আসে। আগ্রহ হারায়, গল্প ফুরায়, কৌতুহল কমে।  থাকে শুধু বেঁচে থাকার বাস্তবতা। এভাবেই ‘প্রেম ধীরে মুছে যায়’। নৈকট্যের নিষ্ঠুরতা সোনার মোহরকে নিতান্তই মাটির দলার মতো তুচ্ছ করে তোলে। সে কতোটা দামি তা প্রমাণ করতে করতে আপনি নিজেই সস্তা হয়ে ওঠেন। এই সময়টা কঠিন। খুব কঠিন। সেই শিশুকালের হাঁটা শেখার মতো কঠিন। কিন্তু আপনি তো জানেন, দিনের শেষে একাই হাঁটতে হয়। আপনি তো জানেন, ভালোবাসার চেয়ে বেঁচে থাকা বেশি জরুরি। ফেসবুক থেকে