প্রকাশিত: Mon, Mar 27, 2023 2:38 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:57 PM

পাবলিক সার্ভেন্টের মানে জনগণের চাকর নয়

শামসুদ্দিন পেয়ারা : পাবলিক সার্ভেন্টের মানে জনগণের চাকর না। সরকারি কর্মচারী। ইউএন, ডিসি বা দারোগাকে আপনার বা আমার ভৃত্য ভাবাটা ভুল। কেউ কারো চাকর না, মনিব না। সবাই স্ব স্ব মর্যাদায় মহিমান্বিত। আবার, কেউ কারো স্যার নয়। যে ইংরেজ এদেশে স্যার সম্বোধন চালু করেছিল, তার নিজের দেশ থেকে স্যার সম্বোধন বিলুপ্ত হয়ে গেছে বহু আগে। আমরা অবশ্য স্যার বলবো, পা ছুঁয়ে সালাম করবোÑ তবে কেবলমাত্র শিক্ষকদের, তা তাঁরা যে স্তরের বা পদমর্যাদারহন না কেন। শিক্ষক ছাড়া কোনো স্যার নেই। লেখক: মুক্তিযোদ্ধা ও সাংবাদিক