প্রকাশিত: Mon, Mar 27, 2023 2:41 PM
আপডেট: Mon, Jan 26, 2026 5:06 PM

সভ্য দেশের সভ্য রাজকর্মচারীকে স্যার বলা হয় না

মহিউদ্দিন আহমদ : আমি অনেক দেশে গেছি। সভ্য দেশের সভ্য রাজকর্মচারীকে স্যার বলা হয় না। এমনকি প্রেসিডেন্টকেও না। পদবি বা নাম ধরে সম্বোধন করা হয়। অসভ্য দেশের অসভ্য কর্মচারীদের নিয়েই যতো সমস্যা। শুধু কর্মচারী কেন, অসভ্যতা তো সব জায়গায়। কর্মচারী তো আর আসমান থেকে টুপ করে ঝরে পড়ে না। আমরা শৈশব থেকেই শিক্ষকদের স্যার বা ম্যাডাম/ম্যাম বলার অভ্যাস বা রীতি দেখে আসছি। এখানকার ইংরেজি মাধ্যম অনেক স্কুলে ছাত্ররা শিক্ষকদের টিচার বলে। 

বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সময় প্রথম ক্লাসেই আমি ছাত্রদের দুটো কথা বলেছিলাম। কখনো মনে করবে না যে আমি তোমাদের চেয়ে বেশি জানি। আর আমাকে স্যার বলবে না। ফার্স্ট নেম ধরে ডাকবে। এরপর থেকে ওরা বেশির ভাগই আমাকে ‘মহি’ বলে ডাকত। দু’একজন বলত ‘প্রফেসর বা প্রফেসর ‘মহি’। ওরা সবাই ছিল আমার বন্ধু। তরুণেরা অনেকেই আমাকে স্যার বলে। ফেসবুকে বা সামনাসামনি। এতে আমি কিছু মনে করি না। তারা হয়তো ভালোবেসে বা সৌজন্যবশত এটা বলে। এটা নিয়ে ট্রল করারও কোনো কারণ দেখি না। লেখক ও গবেষক। ফেসবুক থেকে