প্রকাশিত: Mon, Mar 27, 2023 2:43 PM আপডেট: Mon, Jan 26, 2026 5:07 PM
‘স্যার’ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়, গণহারে সবাইকে স্যার ডাকা!
মাহবুব মোর্শেদ : আমি অনেক ভেবে দেখেছি, স্যার জিনিসটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো, গণহারে সবাইকে স্যার ডাকা। স্যার ব্যাপারটা যেভাবে শ্রেণি, বৈভব, ক্ষমতা, উচ্চতর অবস্থান ইত্যাদিকে নির্দেশকরে তাতে এটা থেকে সহজে মুক্তি পাওয়া কঠিন। সম্প্রতি আমলাতন্ত্র নিরঙ্কুশ ক্ষমতা সংগ্রহ করতে পারায় তারা অন্যদের উপর অনেক বেশি স্যারাধিকার প্রয়োগ করতে চাইছেন। অন্য পেশার লোকজনও সাধ্যমতো আমলাদের চ্যালেঞ্জ করতে চাইছেন। এটা মূলত ক্ষমতা ও আধিপত্যের লড়াই। তবে নানাভাবে এই ক্ষমতা ও আধিপত্যের লড়াইকে স্তিমিত করা সম্ভব। একবার রাস্তায় এক আনসার সদস্য আমার রিক্সা আটকালো। আমি রিকশাঅলাকে বললাম, ওনারে স্যার ডাকেন, বলেন স্যার ছাইড়া দেন। আমিও বললাম, স্যার এইবার ছাইড়া দেন। আনসার সদস্য রিক্সা ছেড়া দিল।
আসার সময় দেখলাম, ওনার মুখ খুশিতে উজ্জ্বল। ব্যাপারটা আমার ভাল লেগেছিল। স্যার ডাক আমাদের সমাজকে মুক্তি দিতে পারে। কাউকে হুট করে ভাই বা আপা, দাদা বা দিদি ডাকার চেয়ে কিছু না ডেকে আপনি বলে সম্বোধন করা ভাল। তবে স্যার ডাকা সবচেয়ে ভাল। গণভাবে স্যার ডেকে ডেকে জিনিশটারে গুরুত্বহীন করা দরকার। তবে এটা কঠিন। কঠিন হলেও শুরু করতে হবে। শিক্ষকরা সরকারী চাকরি করলেও এবং চাকরিতে তাদের অবস্থাননিচে হলেও সব ধরনের সরকারি কর্মকর্তার উচিত সব ধরনের শিক্ষকদের স্যার ডাকা। ডিসিদের উচিত সব ধরনের শিক্ষককে স্যার ডাকা। শিক্ষকরাও ডিসি এসপি এমপি নেতাদের স্যার ডাকলে ভাল হয়।
আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেখানে সবাই সবাইকে স্যার ডাকবে। আসুন আমরা নিজেরাই এই প্র্যাকটিসটি শুরু করি। বিশেষ করে আমাদের যাদের কাছে কাজ থাকে তাদের স্যার বলি। কাজও হবে, একটিভিজমও হবে। দ্বিধা করবেন না, স্যার ডাকুন। অনেকে বিপদে পড়লে বাপ ডাকে। আপনি তো বাপ ডাকছেন না, স্যার ডাকছেন। লেখক ও সাংবাদিক। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট