প্রকাশিত: Tue, Mar 28, 2023 4:55 AM
আপডেট: Mon, Jan 26, 2026 5:07 PM

সোভিয়েত লেখক মাক্সিম গোর্কির জন্মদিন, তাঁর বিখ্যাত উপন্যাস ‘মা’

আশিক নূরী : [১] মাক্সিম গোর্কি ছিলেন একজন- সোভিয়েত লেখক, সমাজতান্ত্রিক বাস্তববাদী সাহিত্যের প্রতিষ্ঠাতা এবং একজন রাজনৈতিক কর্মী। তিনি নিজেই তাঁর সাহিত্যিক ছদ্মনাম হিসেবে ‘গোর্কি’ অর্থাৎ ‘তেতো’ নামকে বেছে নেন। তাঁর অনেক বিখ্যাত রচনার মধ্যে ‘মা’ একটি কালজয়ী উপন্যাস। তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য পাঁচবার মনোনীত হয়েছিলেন। [২] মাক্সিম গোর্কি ২৮ মার্চ ১৮৬৮ সালে নিঞ্জি নভগরদ এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ‘মাক্সিম পেশকভ’ ও মা ‘ভারিয়া’। 

মাক্সিম ১৮৮২ সালে সাহিত্য রচনা লেখতে শুরু করেন। তাঁর সর্বপ্রথম রচনা ‘মাকার চুদ্রা’। সেটি প্রকাশিত হয় তিবিলিসির সংবাদপত্র কাভকাজে। সাংবাদিক হিসাবে তিনি প্রাদেশিক সংবাদপত্রে কাজ করছিলেন। [৩] একজন লেখক হিসেবে সফল হওয়ার প্রায় ১৫ বছর আগে থেকে গোর্কি প্রায়শই চাকরি পরিবর্তন করেছিলেন এবং রাশিয়ার বিভিন্ন প্রদেশ ঘুরে বেড়াতেন। এই অভিজ্ঞতাগুলি পরে তাঁর লেখার উপর প্রভাব ফেলেছে। গোর্কি উদীয়মান মার্কসবাদী সামাজিক-গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি ১৯৩৬ সালের ১৮ জুন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।