প্রকাশিত: Sun, Apr 2, 2023 12:51 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:29 PM

দুর্ভোগ লাঘবে রেলের সব টিকিট অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত আরও বুমেরাং হওয়ার শঙ্কা আছে

আমীন আল রশীদ : একটা ভবিষ্যৎ বাণী করে রাখি। ৭ তারিখ মিলিয়ে নিয়েন। এবার ঈদুল ফিতরে ট্রেনের সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনে। ৭ এপ্রিল শুরু হবে। ওইদিন কাটা যাবে ১৭ এপ্রিলের টিকিট। যেখানে সাধারণ সময়েও অনলাইনে টিকিট পাওয়া যায় না বা নানারকম হুজ্জত, সেখানে ঈদের সময় সব টিকিট অনলাইনে! এই আইডিয়া কার মাথা থেকে এসেছে জানি না। 

৭ এপ্রিল ভোরবেলা একসঙ্গে কয়েক হাজার বা কয়েক লাখ মানুষ টিকিট কাটার জন্য সার্ভারে ঢুকবেন এবং কয়েক মিনিটের মধ্যে সার্ভার ডাউন হবে। যারা ট্রেনে ভ্রমণ করেন, তাদের কতো শতাংশ অনলাইনে টিকিট কেটে অভ্যস্ত? তাদের অন্য কারও উপর ভরসা করতে হবে। পাড়া-মহল্লায় কম্পিউটারের দোকানে গিয়ে ধর্ণা দিতে হবে। সেখানে টিকিট কেটে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়া হবে। তাও টাকা দিয়ে যদি টিকিট পাওয়া যায় খারাপ না। কিন্তু কতোজন পাবেন? 

প্রশ্ন হলো সমাধান কী? প্রতি বছর টিকিটের লাইনে দাঁড়িয়ে যে ভয়াবহ যন্ত্রণা, সেটারও তো অবসান হওয়া দরকার। কিন্তু সেই দুর্ভোগ লাঘবের জন্য সব টিকিট অনলাইনে দেওয়ার সিদ্ধান্তটি আরও বেশি বুমেরাং হবে বলে আমার শঙ্কা। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে