প্রকাশিত: Mon, Apr 3, 2023 2:55 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:29 PM

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সনজীদা খাতুনের জন্মদিন, তিনি ছায়ানটের’ প্রতিষ্ঠাতা সদস্য

আশিক নূরী : [১] সনজীদা খাতুন হলেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব। তিনি একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক। তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে সভাপতি। এছাড়া তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। 

[২] সনজীদা খাতুন ৪ এপ্রিল ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ড. কাজী মোতাহার হোসেন ছিলেন বিখ্যাত পণ্ডিত ব্যক্তিত্ব ও জাতীয় অধ্যাপক। সনজীদা খাতুন বাংলাদেশের একজন খ্যাতনামা শিক্ষাবিদ ও সঙ্গীতজ্ঞ। তিনি কাজী আনোয়ার হোসেনের বোন এবং রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ ওয়াহিদুল হকের স্ত্রী। [৩] সনজীদা খাতুন ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ১৯৭৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 

[৪] সনজীদা খাতুন কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে। শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হন। দীর্ঘদিন অধ্যাপনা করে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরগ্রহণ করেন। তাঁর মোট  গ্রন্থের সাংখ্যা ১৬টি। [৫] সনজীদা খাতুন তাঁর নিরলস শ্রমের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন- ‘একুশে পদক’, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’, ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’ ও ‘দেশিকোত্তম পুরস্কার’। এছাড়া কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট ১৯৮৮ সালে তাঁকে ‘রবীন্দ্র তত্ত্বাচার্য’ উপাধি দেয়।