প্রকাশিত: Fri, Apr 14, 2023 6:24 AM আপডেট: Mon, Jan 26, 2026 12:25 PM
‘এই সময় যাওয়া একদম ঠিক হয়নি’!
ফরিদা আখতার : শেষ পর্যন্ত নিজের চোখে দেখতে হলো জাফর ভাই (ডা. জাফরুল্লাহ চৌধুরী) লাশ হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তাঁর কোনো নড়াচড়া নেই। তিনি নিথর। চারিদিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালের কর্মীদের কান্না, তাদের বড় ভাইয়ের জন্য। ছুটে এসেছেন অনেকেই। সবার চোখ অশ্রুতে ভরা। জানতাম, জাফর ভাই এবার যেভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন, লাইফ সাপোর্ট পর্যন্ত দিতে হয়েছে, সেখান থেকে ফিরবেন এই আশা ১১ এপ্রিল দুপুর পর্যন্ত ছিলো না। কিন্তু সন্ধ্যার দিকে শুনলাম তিনি ওষুধে ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং ডায়ালাইসিস নিতে পেরেছেন প্রায় ৬ ঘণ্টা। মনে আবার নতুন আশা জাগলো। কারণ তিনি তো যোদ্ধা। হারবার পাত্র নন। এর আগে কোভিডে যখন আক্রান্ত হয়েছিলেন তখনও তো আশা ছিলো না। কিন্তু তিনি ঠিকই ফিরে এসেছিলেন এবং প্রচুর কাজ করেছেন।
কিন্তু এবার তিনি তা করেননি। অসুস্থ অবস্থায়ও কয়েকটি অনুষ্ঠানে গেছেন। সবার বিশ্বাস ছিলো তিনি কোনোভাবে বেঁচে যাবেন। আমরা জাফর ভাইকে ঠিকই হারিয়ে ফেললাম। তিনি আর নেই। শিরীন তাঁর লাশের পাশে বসে আছে আর বলছে, ‘এই সময় যাওয়া একদম ঠিক হয়নি’। আমি তার সঙ্গে একমত। দেশের এই অবস্থায় আমাদের ফেলে আপনার চলে যাওয়া ঠিক হয়নি জাফর ভাই। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট