প্রকাশিত: Fri, Apr 14, 2023 6:30 AM
আপডেট: Mon, Jan 26, 2026 12:25 PM

আমরা জন্মেছিলাম আপনার সময়ে

জান্নাতুন নাঈম প্রীতি : বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী নিঃসন্দেহে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান ছিলেন। দেশে করোনাকালীন সময়ে মন্ত্রীরা যখন এদিক সেদিক পালাবার চেষ্টা করছিলো তখন তিনি ও তাঁর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র শক্ত হাতে হাল ধরেছিলো সেই দুর্যোগের। নানা কারণেই আওয়ামী লীগ সরকারের চোখের কাঁটা ছিলেন তিনি। অপপ্রচারও কম হয়নি তাঁকে নিয়ে। কিন্তু মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ঠিক উপস্থিত হয়েছিলেন রাজনীতি ভুলে গিয়ে। নিজের করোনা ধরা পড়ার পর দেশেই নিজের প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে গিয়ে বলেছিলেন, এমন হাসপাতাল প্রতিষ্ঠিত করে কী লাভ হবে যদি দেশেই চিকিৎসা না নিতে পারি? বিদায় হে প্রিয় মানুষ, বাংলাদেশ আপনাকে মনে রাখুক বা না রাখুকÑ আমরা,আজীবন আপনাকে মনে রাখবো।  কারণ আমরা জন্মেছিলাম আপনার সময়ে! লেখক: কথাসাহিত্যিক। ফেসবুক থেকে