প্রকাশিত: Fri, Dec 9, 2022 4:40 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:24 PM

খিচুড়ি কি আলামত হিসেবে ম্যাজিস্ট্রেটের সামনে দাখিল করেছে!

ইমতিয়াজ মাহমুদ: আচ্ছা, পুলিশ যে বিএনপি অফিস থেকে রান্না করা খিচুড়ি জব্দ করেছে সেগুলো কোথায় গেছে? খিচুড়ি কি আলামত হিসাবে ম্যাজিস্ট্রেটের সামনে দাখিল করেছে? নাকি কেউ খেয়ে ফেলেছে? কে খেয়েছে? খিচুড়ির রান্না কেমন হয়েছিল? আওয়ামী লীগের কয়েকজন বন্ধুকে দেখলাম ওরা বিএনপি আমলে পুলিশের নৈরাজ্য দমন পীড়নের সব ছবি দিয়ে জাস্টিফাই করতে চাইছেন যে বিএনপির অফিসে পুলিশি হামলা ঠিক আছে। না, এটা ঠিক না। অন্যায় অন্যায়ই- সেটা যেই করুক, যে আমলেই করুক। 

আমরা যে বলি, যে আওয়ামী লীগ বিএনপি দুইই এক। এরা দুইই লুটেরাদের দল, কেউই গণতন্ত্র চায় না, গণতন্ত্র মানে না। এরা দুই দলই সাম্প্রদায়িক, দুই দলই আল্লাহু আকবর পার্টি। মাত্রাগত কম বেশী থাকতে পারে, কেউ আল্লাহু আকবর বাংলায় লেখে, কেউ আরবিতে লেখে। আসলে এরা দুই-ই ইয়ের এপিঠ ওপিঠ- দুর্গন্ধ। আওয়ামী লীগ আর বিএনপি বা ওদের লেঙ্গুড়গুলো যারা আছেন, ওদের হাত থেকে রাজনীতি উদ্ধার না করে কোন হাল নেই। লেখক: আইনজীবী। ফেসবুক থেকে