প্রকাশিত: Tue, Apr 25, 2023 2:51 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:26 PM

আইএজিএসের ঘোষণা আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সহায়ক হবে: তথ্যমন্ত্রী

আনিস তপন: মঙ্গলবার সচিবালয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যার স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএজিএস)। আমি মনে করি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইএজিএস যে ঘোষণা দিয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছে আন্তর্জাতিকভাবে সেটির স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে এটি সহায়ক হবে।

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই দেশে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। রুয়ান্ডাসহ বিভিন্ন দেশে গণহত্যা হিসেবে যেসব স্বীকৃতি পেয়েছে, সেখানে এত মানুষ মৃত্যুবরণ করেনি। কিন্তু সেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। বর্তমান সরকার এ নিয়ে প্রচেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে এই ঘোষণা অত্যন্ত সহায়ক হবে।

এর আগে পূর্ব পাকিস্তানের সংকট নিয়ে ১৯৭১ সালের ৫ আগস্ট পাকিন্তান সরকার যে শে^তপত্র প্রকাশ করে তার পুনর্মুদ্রিত সংস্তরণের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। বইটি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বই আমাদের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস জানার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। পাকিস্তানীরা কী মনে করতো বা মুক্তিযুদ্ধকে কীভাবে দেখতো- তার প্রতিফলন রয়েছে এই বইটিতে। 

প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বিএনপি তো রাষ্ট্র নিয়ে হতাশ। তাই তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতি নিয়ে আশা প্রকাশ করার কোনো কারণ নেই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব