প্রকাশিত: Thu, Apr 27, 2023 10:40 AM
আপডেট: Mon, Jan 26, 2026 12:26 PM

আপনি ‘নির্লজ্জ’কে লজ্জা দিতে পারবেন না!

ফড়িং ক্যামেলিয়া : আপনি ‘নির্লজ্জ’কে লজ্জা দিতে পারবেন না। ‘চোখ থাকতে অন্ধ’কে পথ দেখাতে পারবেন না। আর ‘টক্সিক জীবন’ ভালোবাসা মানুষকে, আপনি সুস্থ জীবনে ফেরাতে পারবেন না। কারণ তারা ‘টক্সিক জীবনটাকেই’ উপভোগ করে। ‘টক্সিসিটি’ না দেখলে তাদের দম বন্ধ লাগে। যেমন ধরুন, একজন প্যাথলজিক্যাল লায়ার, কোনো কারণ ছাড়াই মিথ্যা বলবে। সে ডানে গেলে বলবে, বামে গেছে। আপনি অবাক হয়ে ভাববেন, এতে মিথ্যা বলার কী হলো? 

আবার ধরুন, কেউ হাতে-পায়ে ধরে কথা দিয়েছে, সে এই কাজ আর করবে না, আপনি তার কান্না দেখে মাপ ও করে দিলেন কিন্তু সে একই কাজ আবারও করেই যাচ্ছে। কেন সে এই কাজ করে, এর উত্তর আপনি খুঁজে পাবেন না। এর উত্তর হলো মিথ্যা না বললে, প্রতিজ্ঞা না ভাঙলে, তার ভালো লাগে না। তার কোনো কারণের দরকার নেই মিথ্যা বলার জন্য, আপনাকে ঠকাবার জন্য। একজন এবিউজার, এর কোনো কারণ লাগে না এবিউস করতে। এটাই সে। এটাই তার বৈশিষ্ট্য। তাদের আশে পাশে থাকলে আপনি যা করবেন, তাহলো, ঝেড়ে দৌড় লাগাবেন। ততোক্ষণ পর্যন্ত দৌড়াবেন, যতক্ষণ তাদের নাগালের বাইরে বের না হন। আর ওই পথে দ্বিতীয়বার পা মাড়াবেন না। ফেসবুক থেকে