প্রকাশিত: Thu, Apr 27, 2023 10:47 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:02 AM

দর্শক নন্দিত ‘মহানগর’ সিরিজের বড় ভুল

এ বি এম কামরুল হাসান : ওটিটি প্ল্যাটফর্ম ‘হৈচৈ’তে মহানগর-২ নিয়ে বেশ হৈ চৈ হচ্ছে। সবাই সিরিজটির প্রশংসায় পঞ্চমুখ। সিরিজের প্রথম সেশন দু’বাংলার দর্শকদের মাতিয়ে দেয়। পরে হিন্দি ভাষায় নির্মিত হবার পর পুরো ভারত বর্ষে দর্শক নন্দিত হয়। বিশেষ করে ওসি হারুন চরিত্রে মোশাররফ করিম অসাধারণ অভিনয় করেন। অবশেষে মোশাররফ করিম তাঁর এক ঘেয়েমি অভিনয় থেকে বের হয়ে এসেছেন। তাই যাঁরা মহানগর দেখেছেন তারা সবাই পরবর্তী সেশনের জন্যে প্রতীক্ষায় ছিলেন। 

সিরিজটির নির্মাতা আশফাক নিপুন বেশ সিদ্ধহস্তে সমাজে চলমান সিস্টেমকে বেশ জোরেশোরে ধাক্কা দিয়েছেন। রাজনৈতিক দলের নেতাদের কার্যক্রমকে টেনে এনে বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন। গল্পের উপস্থাপনা ভালো ছিলো। সিরিজজুড়ে ছিলো টানটান উত্তেজনা। অভিনেতাদের দক্ষতা ও নাটকীয়তা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নির্মাতা আশফাক নিপুনকে সবাই বাহবা দিচ্ছেন। সাহসিকতার জন্য জানাচ্ছি স্যালুট। ঢাকার পটভূমিতে দু’সেশনে তৈরি সিরিজটিতে মোট ১৭টি পর্ব রয়েছে। কিন্তু নির্মাতা আশফাক নিপুন সিরিজের প্রথম পর্বেই একটি গন্ডগোল করে ফেলেছেন। দু’বছর আগে মুক্তি পাওয়া সিরিজটির প্রথম পর্বের নাম ‘ঈশানের মেঘ’। 

পর্বটির ১৩ মিনিট ৪২ সেকেন্ডের সময় আবির তাঁর বান্ধবীকে নিয়ে গাড়ি থামায় বিসমিল্লাহ ফার্মেসির সামনে। তখন তাঁর গাড়িটির প্লেট নাম্বার ছিলো ঢাকা মেট্রো-গ ২৭-৮৫১৫। কিন্তু তার কিছুক্ষণ পর (পর্বটির ১৫ মিনিট ৪ সেকেন্ডের সময়) পুলিশ যখন আবিরের গাড়ি থামায় তখন তাঁর গাড়ির নাম্বার প্লেট হয়ে যায় ঢাকা মেট্রো-গ ৩৪-৫৩৪৮। ভুলটি অতি মনোযোগী দর্শকদের দৃষ্টি এড়াবার কথা নয়। নির্মাতা আশফাক নিপুন এ ধরনের বড় এবং মারাত্মক ভুল শুধরে নিয়ে আগামীতে আরও ভালো কাজ উপহার দেবেন, এ প্রত্যাশা রইল।