প্রকাশিত: Thu, Apr 27, 2023 1:03 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:02 AM

বাংলাদেশ সরকারকে বাহবা দিই তার সাহসী পদক্ষেপের জন্য

মঞ্জুরে খোদা টরিক : ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে রাশিয়া থেকে নেওয়া ঋণ চীনের মুদ্রা ইউয়ান ব্যবহার করে পরিশোধের অনুমোদন দিয়েছে বাংলাদেশ। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা থাকায় মার্কিন ডলারে পরিশোধ করা সম্ভব নয় বলে এই সিদ্ধান্ত। রাশিয়ান পারমাণবিক কেন্দ্র নির্মাণকারীকে ৩১৮ মিলিয়ন মার্কিন ডলারের অর্থ চীনা মুদ্রায় পরিশোধ করা হবে’। এটা বাংলাদেশ সরকারের একটি সাহসী পদক্ষেপ। মার্কিন চাপ উপেক্ষা করে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার এমন প্রবণতা আমাদের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ডে পুষ্টি যোগাবে। 

বিশে^ ‘ডি-ডলারাইজেশন’এর আওয়াজ উঠেছে। বাংলাদেশ সেই পথে হাঁটা শুরু করলো। এতে আমাদের অর্থের সাশ্রয় হবে এবং ডলার নির্ভরশীলতা কমবে। অন্যের জন্য কূপ খুড়লে সে কূপে নিজেকেই পড়তে হয়। মার্কিনের হয়েছে সেই দশা। লেখক ও গবেষক