প্রকাশিত: Sat, Apr 29, 2023 7:26 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:03 AM

বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী উৎপলেন্দু চৌধুরীর জন্মদিন, তিনি সাতের দশক থেকেই বিদেশে লোকগানের প্রতিনিধিত্ব করেছেন

আশিক নূরী : [১] উৎপলেন্দু চৌধুরী ছিলেন একজন বিখ্যাত বাঙালি লোকসঙ্গীত শিল্পী। তিনি বাংলার শিক্ষিত সমাজে অবহেলিত লোকসঙ্গীতের ধারা পিতার নির্দেশিত পথে বহন করেছেন আমৃত্যু পর্যন্ত। [২] উৎপলেন্দু ভারতের স্বাধীনতার পর পূর্বপাকিস্তানে অধুনা বাংলাদেশের সিলেটে ১৯৪৯ সালের ২৯ এপ্রিল জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল রুণু। তাঁর পিতা নির্মলেন্দু চৌধুরী ছিলেন, বাংলার সমৃদ্ধ লোকসঙ্গীত আন্দোলনের পথিকৃত ও জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। [৩] উৎপলেন্দুর পড়াশোনা প্রথমে কলকাতার ডন বসকো ও পরে সেন্ট টমাস স্কুলে। তিনি এম.কম পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর পিতা শৈশবকাল থেকেই তাঁকে সঙ্গীত শিক্ষা দেন। পিতার নির্দেশেই লোকগানের তালিম নেন অধুনা বাংলাদেশের বিদিতলাল দাসের কাছ থেকে। 

তিনি লোকগানে দক্ষতার পাশাপাশি ওস্তাদ বাহাদুর খানের কাছে শেখেন সেতার বাজানো। [৪] উৎপলেন্দু সাতের দশক থেকেই বিদেশে লোকগানের প্রতিনিধিত্ব করেন। নিজের সঙ্গীতের দল নিয়ে ভ্রমণ করেন আমেরিকা, কানাডা, ইউরোপের জার্মানি, ফ্রান্স ও ফিনল্যান্ডসহ মধ্যপ্রাচ্যের বহু দেশ। পরবর্তী সময়ে তিনি আটের দশকে সোভিয়েত রাশিয়া হতে খ্যাতি ও সুনাম অর্জন করেন। বাংলার সঙ্গীত শিল্পীদের সংগঠন ‘অ্যাপস’ এর প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন তিনি। বিখ্যাত বাঙালি এ লোকসঙ্গীত শিল্পী ২০১১ সালে ৭ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাত্র ৬১ বছর বয়সে কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন।