প্রকাশিত: Sat, Apr 29, 2023 2:24 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:02 AM

ফেসবুক এবং সামাজিক বিজ্ঞানের মৃত্যু

মো. সামসুল ইসলাম : প্রায়শই ফেসবুকে দেখি কালচার, পলিটিক্স, ন্যাশনালিজম এসব নিয়ে বিশাল বিতর্ক। কিছু ংবষভ-ঢ়ৎড়পষধরসবফ বিশেষজ্ঞ এগুলো নিয়ে যা লিখেন তা আমার বুঝতে বেশ অসুবিধা হয়। বিশেষত দেশকে একটা সড়হড়ষরঃযরপ বহঃরঃু ধরে সমস্ত বীঃবৎহধষ ভধপঃড়ৎ বাদ দিয়ে তারা যে আলাপ ফাঁদেন তা যেকোনো ঢ়ববৎ-ৎবারববিফ জার্নালের এডিটরের কাছে গেলে তিনি সেটা সরাসরি ডাস্টবিনে ফেলবেন, সধলড়ৎ সবঃযড়ফড়ষড়মরপধষ ভষধি এর জন্য। এ জনপদের মানুষের মানসিক বিবর্তন বোঝার প্রচেষ্টা আমি সাম্প্রতিক কোনো লেখাতেই দেখি না। এনজিওর মাধ্যমে পশ্চিমা মূল্যবোধ ছড়ানো, মধ্যপ্রাচ্যে কোটি খানিক মানুষ, বসবাসের কারণে ওহাবিজমের আমদানি, ওয়ার অন টেররের নামে ২৫ লক্ষ মানুষ হত্যা, মিয়ানমারে জেনোসাইড, উপমহাদেশের অন্যান্য দেশগুলোতে সাম্প্রদায়িকতার ভয়াবহ বিস্তার দেশের মানুষের চিন্তাচেতনায় ব্যাপক পরিবর্তন এনেছে। বিশেষ করে ওয়ার অন টেররের কথা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

আমাদের এই স্কলাররা কি  জানেন যে নোয়াম চমস্কির প্রোপাগান্ডা মডেলের পঞ্চম ফিল্টারটি এখন এখন এন্টি কম্যুনিজম ইডিওলজি নয় বরং ওয়ার অন টেরর। এবং এটি পশ্চিমেই স্বীকৃত। অথচ আমরা এটাকে বিবেচনায় তো আনিই না বরং এই ফাঁদেই পা দিয়ে চলছি অবিরাম। একাডেমিকালি এইসব বিশ্লেষণ তাই গ্রহণযোগ্য নয়। যতই কথার মারপ্যাঁচ থাকুক না কেন। ফেসবুকে সামাজিক বিজ্ঞানের এই মৃত্যু তাই মেনে নিতে পারি না।