প্রকাশিত: Thu, Jul 13, 2023 1:19 PM
আপডেট: Mon, Jan 26, 2026 7:59 AM

ব্র্যাক টিকে থাকুক বিশ্বের বুকে

আনিস আলমগীর : বিনা অবদানে কামরাঙ্গীরচর (লোহারপুর) সরকারি ব্রিজের নাম মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে হইতে পারলে, অবদান রেখে বেসরকারি প্রতিষ্ঠানের নাম স্যার ফজলে হোসেন আবেদের নামে হলে ক্ষতি কী? যখন কর্তৃপক্ষ চাচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে চাই, পরিবর্তন যদি অপরিহার্য হয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে আবেদ যোগ করে ‘ব্র্যাক-আবেদ ইউনিভার্সিটি’ রাখলে ভালো। কারণ কিছুটা হলেও ব্র্যাক নামটি বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আফগান যুদ্ধ কাভারের ঠিক এক বছর পর আমি আবার আফগানিস্তানে গিয়েছিলাম। কাবুলে আমি ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করে রিপোর্ট করেছি। ব্র্যাক টিকে থাকুক বিশ্বের বুকে। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে