প্রকাশিত: Thu, Jul 13, 2023 1:47 PM
আপডেট: Mon, Jan 26, 2026 7:59 AM

জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদারের প্রয়াণ দিবস আজ

আশিক নূরী : দিলদার ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্রের কৌতুক অভিনেতা। তিনি ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেন এমন হয়’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তিনি ২০০৩ সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে ‘তুমি শুধু আমার, চলচ্চিত্রের জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ধীরে ধীরে দিলদারের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে, তাকে নায়ক করেই নির্মাণ করা হয়েছিল ‘আব্দুল্লাহ’ নামে একটি চলচ্চিত্র। এমন অনেক ছবি ছিল শুধু তাঁর জন্য ছবির স্ক্রিপ্ট আলাদা ভাবে লেখা হত। দিলদারের অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেÑ ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘সুন্দর আলী জীবন সংসার’, ‘স্বপ্নের নায়ক’, ‘শান্ত কেন মাস্তান’, ‘অচিন দেশের রাজকুমার’, ‘প্রেম যমুনা’ ও ‘বাঁশিওয়ালা’ প্রভৃতি। জনপ্রিয় এই কৌতুক অভিনেতা ২০০৩ সালের ১৩ জুলাই প্রয়াত হন।