প্রকাশিত: Fri, Jul 14, 2023 9:26 PM
আপডেট: Mon, Jan 26, 2026 8:00 AM

বিএনপির আসল দাবি তত্ত্বাবধায়ক আর খালেদা-তারেকের পক্ষে কোন বক্তব্য নেই

ফজলুল বারী, ফেসবুক থেকে: আমেরিকা বরাবর শক্তের ভক্ত নরমের যম। শেখ হাসিনার ‘মাথা নোয়াবো না’ কথাবার্তা নরম করার একটি সফর তারা শেষ করে গেল! আবার এটা যে তাদের মনের অবস্থা নয় এর ইংগিত আছে সালমান এফ রহমানের বক্তব্যে! সালমান এফ রহমান বলেছেন, দু’দেশের মাঝে ভুল বুঝাবুঝি আছে। দু’দেশই ভুল বুঝাবুঝির অবসানে আন্তরিক। এই সফরে সে চেষ্টা হয়েছে। আমেরিকার আসল অবস্থা বুঝতে সময় লাগবে। এখন পর্যন্ত দৃশ্যত বিএনপি জোটকে বেকায়দায় মনে হতে পারে। কারণ তাদের আসল দাবি তত্ত্বাবধায়ক আর খালেদা-তারেকের পক্ষে কোন বক্তব্য নেই। আপাতত রাজনৈতিকভাবে বিষয়টি আওয়ামী লীগকে সুবিধা দেবে। অসুবিধা হলো এই জনবহুল দেশে কাঁচা মরিচের মতো একটার পর একটা সংকট ঘটানোর মতো অসৎ লোকের কমতি নেই। এদের সব কাজ যায় সরকারের বিপক্ষে। শেখ হাসিনার মতো ফুলটাইমার আওয়ামী লীগার দলে নেই।

বিএনপির সঙ্গে অফিসিয়াল বৈঠক হয়নি

মার্কিন প্রতিনিধিদলের সংগে এবার বিএনপির অফিসিয়েল কোন বৈঠক হয়নি। কিন্তু ঢাকার মার্কিন দূতাবাস সিভিল সোসাইটির নামে বিএনপিকে কিছুটা পুষিয়ে দিয়েছে! সিভিল সোসাইটি নামে যে দু’জনের সংগে উজরার বৈঠক হয়েছে তারা আওয়ামী লীগের বদলে বিএনপি-জামায়াতকে ক্ষমতায় দেখার পক্ষের মানুষ! একজন আবার মাহমুদুর রহমান মান্নার সাবেক কর্মী।