প্রকাশিত: Wed, Dec 14, 2022 2:33 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:31 PM

বাংলাদেশ-আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ফুটবল সমর্থকদের অকৃৃত্রিম ভালোবাসা

আতিকুজ্জামান ফিলিপ

এক খবরে দেখলাম, আর্জেন্টিনা বাংলাদেশে তাদের দূতাবাস পুনরায় চালু করবে। ১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস ছিলো, পরবর্তী সময়ে কী কারণে সেটা বন্ধ হয়েছিলো, তা জানা না গেলেও তারা যে বাংলাদেশে আবার দূতাবাস খুলবে এটা তাদের পররাষ্ট্রমন্ত্রীই তার বক্তব্যে নিশ্চিত করেছেন। আর্জেন্টিনার এই উদ্যোগের পেছনে যে বিষয়টি সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে সেটি হলো আর্জেন্টিনা ফুটবলের প্রতি এদেশের লক্ষ লক্ষ ফুটবল দর্শকের অকৃত্রিম ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন। দক্ষিণ আটলান্টিকের একটি সংবাদ সংস্থা         ‘মেরকোপ্রেস’ এর এক প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ এ খেলা লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের প্রশ্নাতীত সমর্থনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস খুললে যে বিশাল কিছু হয়ে যাবে তেমনটি দাবি না করলেও দ্বিপাক্ষীয় সম্পর্কোন্নয়ন এবং আমদানি-রপ্তানি ও বিনিয়োগের ক্ষেত্রে এটি যে একটি বিশেষ ভূমিকা রাখতে পারে সেটা কোনো রকম সন্দেহ না রেখেই বলা যায়। আর এই সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে এদেশের লক্ষ লক্ষ আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের ভূমিকাকে শ্রদ্ধাভরে স্মরণপূর্বক তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ফুটবল যে দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে শুধু মানুষে মানুষে নয় বরং জাতিতে জাতিতেও সম্পর্কের ভিত রচনা করতে পারে তা এদেশের আর্জেন্টিনা ফুটবল সমর্থকেরা দেখিয়ে দিলো। তাদের আবারও অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা। ফেসবুক থেকে