প্রকাশিত: Thu, Dec 15, 2022 2:32 AM
আপডেট: Sun, Jan 25, 2026 7:46 PM

লিওনেল স্কালোনি, হোয়াট অ্যা ট্যাকটিশিয়ান

বাতেন মোহাম্মাদ: মেসির সেই ঝলকটুকু বাদ দিলে খেলাটা আর্জেন্টিনা সুলভ হয়নি। খেলার স্কোর দেখে যতোই মনে হোক আর্জেন্টিনা একতরফা জিতেছে, কিন্তু মেসির সহায়তায় আলভারেজের তৃতীয় গোলটা বাদ দিলে প্রথম দুইটা গোলই খেলার ধারার বিপরীতে কাউন্টার এটাকে। যেটাকে ঠিক আর্জেন্টিনা সুলভ বলা যাবে না। তবে খেলায় এতো বড় মার্জিনে জেতার পুরো কৃতিত্ব আমি দেব স্কালোনিকে। হোয়াট এ ট্যাকটিশিয়ান। সে জানে তাঁর দলের দুর্বলতা ও শক্তির জায়গা। কী চমৎকারভাবে খেলোয়াড়দের ব্যবহার করলো সে। 

তিনগোলের ম্যাচে সাধারণত ফরোয়ার্ডরা খেলা নিয়ন্ত্রণ করার কথা। কিন্তু আর্জেন্টিনার খেলা নিয়ন্ত্রণ করেছে আসলে ডিফেন্স। আরও নির্দিষ্ট করে বললে, ওটামেন্দি, রমেরো, তাগলিফিয়াকো এবং ম্যাক এলিস্টার। আলভারেজের পর বেস্ট পারফর্মার ম্যাক এলিস্টার। কোথায় ছিলো না সে? সবখানে। বিল্ড আপে, উইংয়ে, ডিফেন্সে, ইন্টারসেপশনে। ক্রোয়েশিয়া মাঝমাঠ নিয়ন্ত্রণ করবে এটা জানা কথা, কিন্তু আর্জেন্টিনার ট্যাকটিক ছিলো ৪৫ ইয়ার্ড ও ৩০ ইয়ার্ড এ দুই লেয়ারের ডিফেন্স। তাই একটা লেয়ার পাস করলেও পরের লেয়ারে বল ক্যাশ হয়ে যাচ্ছে। স্কোলানির এই স্ট্র্যাটেজি মুগ্ধ করেছে। এইবারের বিশ্বকাপের আর্জেন্টিনার অন্যতম পার্ফরমার একুনা না থাকায় লেফট ব্যাক কাম উংগার এমনিতেই দুর্বল। তার ওপর ডি মারিয়া ছিলো না। তাই আর্জেন্টিনা কিছুটা বল ছেড়ে খেলবে, এটা প্রথম ১০ মিনিটেই অনুমিত ছিলো। কোচের স্ট্র্যাটেজির চমৎকার ডিসপ্লে করলো আর্জেন্টিনা। এটা দৃষ্টিনন্দন উইন না হলেও খুব কার্যকর উইন। ফাইনালে স্কালোনির ট্যাকটিস দেখার আশায় রইলাম। একুনা ফিরে আসবে ফাইনালে, এটা আশার খবর। কী ভয়ংকর সুন্দরভাবে আর্জেন্টিনা ইতিহাসের দেনা শোধ করলো। গতবারের ৩-০ গোলের পরাজয় এবার ক্রোয়েশিয়াকে ফেরত দিলো সুদ সমেত। বেটার ট্যাকটিক্যাল টিম উইন্স। কনগ্রাচুলেশন্স আর্জেন্টিনা। ফেসবুক থেকে