প্রকাশিত: Thu, Dec 15, 2022 2:36 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:19 PM

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে প্রাণ সংহার সমাজের অসুখ

নাদিম মাহমুদ

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকাপে আমার প্রিয় দল ব্রাজিল। এবার দুর্দান্ত খেলার পরও ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিল বিদায় নিয়েছে। এই হারে সত্যিই অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু আর্জেন্টিনা সমর্থক বউয়ের সান্ত্বনা বাণীতে কিছুটা হলেও খুশি হয়েছিলাম। তার প্রিয় দল আর্জেন্টিনা সেমিফাইনালে উঠার পর, সেদিন সে আমাকে বলেছিল, নাদিম দেখ, ব্রাজিল সেমিফাইনালে উঠেনি, তুমি অন্তত দেশের কথা ভেবে শুকরিয়া আদায় করো। আজ যদি ব্রাজিল জিততো, তাহলে সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা হতো, আর সেই খেলায় ঠিক কতোজন বাংলাদেশি মারা যেতো তুমি কল্পনা করতে পারো? ঠিক কতোজন আহত হতো?

বউয়ের সেইদিন কথার আঁচ পত্রিকার খবরে দেখতে পেলাম। বিশ্বকাপের উন্মদনায় এই পর্যন্ত ১২ জন সমর্থক মরেছে। একটি দেশ বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি, সেই দেশের মানুষ অন্য দেশকে সমর্থন করতে গিয়ে মরতে পারে, এমন পরিস্থিতি কোনো সভ্য দেশে দেখা যায়? আমার বিশ্বাস আর্জেন্টিনা-ব্রাজিল কিংবা যেকোনো দেশ যাঁরা বিশ্বকাপ ফুটবল খেলছে, তাদের দেশে কখনোই এমন মৃত্যুর ঘটনা ঘটেনি। অথচ দেখেন, বিনোদনের খেলায় প্রাণের বলি হলো আমার দেশের মানুষ। আমি সত্যি বুঝতে পারি না, একটি ভিনদেশি দলকে ভালোবাসতে যাঁরা প্রাণ দিয়েছে, তাঁরা আদৌও নিজের দেশের খেলার জন্য প্রাণ দিতো পারতো কিনা? এই ফুটবল ফিবারে ইনডিউস্ড জাতি, কখনো নিজের চেহারা আয়নায় দেখে না? যে তাঁর এই অগাধ ভালোবাসা ঠিক কার প্রাপ্য? কোনো জাতির ১১ খেলোয়াড়ের ভালোবাসায় সমর্থন জানানো কখনো দোষের কিছু নয়, তবে সেই মানবিক ফুটবলকে ভালোবাসতে গিয়ে যখন প্রাণ সংহার ঘটায়, সেটি একধরনের বাড়াবাড়ি, সমাজের অসুখ, এই গোষ্ঠিকে রিফ্রেন করা জরুরি। ফেসবুক থেকে