প্রকাশিত: Mon, Dec 18, 2023 7:11 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:46 AM

বিজয়ের আনন্দ উপভোগে ব্যর্থদের কাছে স্বাধীনতা মূল্যহীন

রবিউল আলম : শোষণহীন সমাজ ব্যবস্থার জন্য মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিলাম। স্বাধীনতার ৫২ বছর পেরিয়েছে, এখনো দেশ ধ্বংসের পরিকল্পনা পরিহার করা যাচ্ছে না ঠুনকো ক্ষমতার লোভে। বিদেশিশক্তির স্বার্থ রক্ষার জন্য, জালাওপোড়াও বেছে নেওয়া হয়েছে। রেললাইন কেটে জনসাধারণকে হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠার যে অপপ্রয়াস চালানো হচ্ছে, তাকে গণআন্দোলন বলতে পারছি না। দেশপ্রেম ছাড়া বিজয়ের আনন্দ উপভোগ করা যায় না। ব্যার্থদের কাছে স্বাধীনতা মূল্যহীন। প্রচলিত ভাষায় বলতে হয়, কামার দোকানে কোরআন তেলওয়াতের মতো। ২৪ বছর শোষণহীন সমাজ ব্যবস্থার দাবিতে বাঙালি জাতির লড়াই সংগ্রাম, ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে সশস্ত্র মুক্তিযুদ্ধে রূপধারণ করে। বাশে লাঠি নিয়ে শুরু, তৎকালীন আধুনিক অস্ত্রের মাধ্যমে ৯ মাসে পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণ ছিলো বিশ্বের বিস্ময় আমার,  এখনো বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে চোখের পলকে এই বাংলা শত্রুমুক্ত হয়েছিল। স্বাধীনতা কারে কয়? ফিলিস্তিনিদের চাইতে আর কোনো জাতি অনুভব করতে পারবে না। ৭৪ বছর পরাধীনতার দখলমুক্ত করতে না পারার যন্ত্রণা নিয়ে লড়াই সংগ্রাম করে চলেছে। রক্তের সাগরে পরিণত হয়েছে প্যালেস্টানের মাটি। গণতন্ত্রের পূজারি মার্কিনিরা, হুলি খেলায় মগ্ন। বিশ্ব বিবেক জাগ্রত করা যাচ্ছে না, নেতৃত্বের অভাবে। বাঙালি জাতির মুক্তির জন্য পিতা মুজিব, পৃথিবীকে  জাগিয়ে তুলেছিলো, বুঝাতে সক্ষম হয়েছি, বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার প্রয়োজন। বর্বর পাকিস্তানিদের অধীনের শাসন ব্যবস্থায় জাতি ধর্ম, বর্ণমালার মিলন হতে পারে না। হানাদার বাহিনীকে প্রতিরোধের জন্য, গণতন্ত্রের মর্যাদা রক্ষায় সাত কোটি মানুষের ঐক্যবদ্ধ সশস্ত্র সংগ্রামের কাছে, পাকিস্তানের পরাজয় ঠেকাতে  সপ্তম নৌবহর পাঠিয়ে শেষ রক্ষা হয়নি। 

 ইমরান খানকে অপসারণের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করেছে। হত্যার রাজনীতিতে জুলফিকার আলি ভুট্টোর ফাঁসি, ফাঁসির অপেক্ষায় ইমরান খান। বাংলাদেশকে গণতন্ত্রের বুলি শেখাতে চায়, প্রশিক্ষক হওয়ার আবদার মার্কিনিদের। বঙ্গবন্ধুকে হত্যা করে গণতন্ত্রের নমুনা দেখিয়েছে, খাদ্যের জাহাজ ডুবিয়ে মানবাধিকারের কবর রচনা করেছে, তারেক রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য বিশ্বের হাসির পাত্র হয়েছে বাইডেন। ইউক্রেন ও ইসরায়েলের বন্ধুত্ব প্রমাণ করে, মার্কিনিদের গণতন্ত্র,মানবাধিকার ও মানবিকতার ব্যবসায়ী দৃষ্টিকোণের। নেতৃত্বহীন ব্যক্তিত্বের খোঁজে ইউক্রেনের জেলেস্কি বানাতে চেয়েছিলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, দেশ ও জাতির দায়িত্ববোধ থেকে জাতির জনকের কণ্যার বিচক্ষণতায়, মিয়ানমার সাথে যুদ্ধ এরানো গেছে, দেশ রক্ষার্তে। আমেরিকার বন্ধুত্বের মূল্য দিতে হয়েছে বঙ্গবন্ধুর জীবন। বাঙালি জাতি নেতৃত্বহীন সুদীর্ঘ ২১ বছর উন্নয়ন বঞ্চিত। বন্ধুহীন রাষ্ট্রের মর্যাদায় বিদ্যুৎবিহিন অন্ধকার। আজকের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র  এবং মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ও তিস্তা প্রকল্পের আতঙ্কে মার্কিনিরা। ৭৫ হত্যার মিশন ব্যর্থ, বাঙালি ঐক্যবদ্ধ ও সজাগ। ২০২৪ সালের নির্বাচনে নৌকার ভোটের মাধ্যমে বাইডেন ও পশ্চিমা বিশ্বকে চপেটাঘাত উপহার দিতে পারে বাংলার জনগণ ৭ জানুয়ারিতে। 

লেখক: মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি