প্রকাশিত: Sat, Dec 23, 2023 8:51 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:45 AM

আধুনিক গণতন্ত্র: ভয়ঙ্কর ফাঁকি

মাসুদ রানা, ফেসবুক: আধুনিক গণতন্ত্র একটি ভয়ঙ্কর ফাঁকি। আর, এ-ফাঁকির বাহক হচ্ছে ভৌট। এটি সত্য পাশ্চাত্যে, প্রাচ্যে, সর্বত্র।

ভৌট দিয়ে যে প্রতিনিধি নির্বাচিত করে ভৌটারদের প্রতিনিধিত্ব করতে আইন সভায় পাঠানো হয়, তারা ভৌটারদের নির্দেশে কাজ করেন না। তারা কাজ করেন তাদের দলের নির্দেশে। 

ফলে, প্রতিনিধিত্বে প্রতিশ্রুতি দিয়ে প্রতিনিধি নির্বাচিত হলেও, বাস্তবে তারা জনগণের প্রতিনিধি নন। আর, এটিই হচ্ছে গণতন্ত্রের স্ববিরোধিতা ও নিঃস্বতা।

২৩/১২/২০২৩, লণ্ডন, ইংল্যাণ্ড