প্রকাশিত: Mon, Jan 1, 2024 10:04 AM
আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM

পাকিস্তানেও প্রমাণিত তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত!

আনিস আলমগীর, ফেসবুক থেকে: তত্ত্বাবধায়ক সরকারের ইউনিক কনসেপ্ট আবিস্কার করেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানও সেটা ধারণ করেছে পরবর্তীতে।

অনেকের কাছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রশংসাও শুনেছি। কিন্তু এখন সেখানেও প্রমাণিত হলো এই ব্যবস্থা বিতর্কিত, ওই সরকারও চলে বিশেষ জায়গার ইঙ্গিতে।

ইমরান খানের দল পিটিআই এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে অভিযোগ করে বলেছে, ‘ইমরান খানসহ পিটিআইয়ের ৯০ শতাংশ গুরুত্বপূর্ণ নেতার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

তৃতীয় বিশ্বের দেশগুলোর প্রধান সমস্যা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। সরকার এবং বিরোধীদলের পরস্পরের প্রতি আস্থার সংকট। আরো কত বছর লাগে কে জানে, এই সমস্যা কাটিয়ে উঠতে।