প্রকাশিত: Tue, Dec 20, 2022 2:17 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:27 PM

ফুটবল লিওনেল মেসিকে একজন এমি মার্তিনেজ দিয়েছে

আরিফুল ইমলাম রনি

আমার খুব মনে পড়ছে গনসালো হিগুয়াইনকে, আশা করি, আর্জেন্টিনা সাপোর্টাররা তাকে এবার ক্ষমা করতে পারবেন। আমি আর্জেন্টিনা সাপোর্টার নই। হিগুয়াইনকে নিয়ে আমার কোনো অভিযোগ-অভিশাপের ব্যাপার ছিলো না। বরং আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে বাতিগোলের পর ‘এল পিপিতা’ আমার সবচেয়ে প্রিয় ছিলো। আমার ফুটবল জগৎ রিয়াল মাদ্রিদকে ঘিরে। 

হিগুয়াইন আমার ক্লাবের গ্রেট,তাঁর প্রতি আর্জেন্টাইন সাপোর্টারদের অভিশাপে আসলে অভিমানই বেশি ছিলো। নিশ্চয়ই তারও মুক্তির দিন ছিলো ফাইনাল ম্যাচটি। আপনাদের এই উৎসব, হাসি-কান্নায় দুনিয়ার কোনো প্রান্ত থেকে তিনিও সামিল সবটুকু আবেগ-ভালোবাসা দিয়ে, ক্রিকেটের লেখায় আমি অনেকবার লিখেছি, ক্রিকেট অনেকটা জীবনের প্রতিচ্ছবি। ফুটবলও কি তা নয়? ফুটবল লিওনেল মেসিকে যেমন একজন হিগুয়াইন দিয়েছিল, ফুটবল তেমনি লিওনেল মেসিকে একজন এমি মার্তিনেসও দিয়েছে, এটাই ফুটবল, কিংবা জীবন। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে