প্রকাশিত: Tue, Dec 20, 2022 2:30 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:18 PM

এমবাপ্পে, তোমার জন্য ভালোবাসা

রাতিন রহমান

কিলিয়ান এমবাপ্পে। আমাদের আদরের বাপ্পি। কোনো প্রশংসাই যথেষ্ট নয় তোমার অতিমানবীয় মাস্টারক্লাসকে ব্যাখা করতে। তুমি প্রতিপক্ষে ছিলে, কিন্তু এতোটাই অসামান্য ছিলো তোমার অভাবনীয় দুর্দান্ত লড়াই, যার উদারগলায় প্রশংসা করতে পারাটাও একটা প্রশান্তিময় আনন্দ। প্রতিপক্ষে মেসির মতো গ্রেটেস্ট অফ অল টাইমের নেতৃত্বে আর্জেন্টিনার মতো দুর্ধর্ষ দল, যারা কিনা বিশ্বকাপ ফাইনালের ৭০ মিনিট পর্যন্ত ২-০ গোলে লিড ধরে রেখে নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের স্রেফ ৭৭ সেকেন্ডের মধ্যে সমানে সমান নামিয়ে এনেছো তুমি, এরপরে আবার যখন তাঁরা মেসির গোলে এগিয়ে গেলো, একমুহূর্তের জন্যও একটুও ভড়কে না গিয়ে অতিরিক্ত সময়ের  ছয় মিনিটের মধ্যেই আরেক গোলে সমতা এনেছো তুমি। এরপরে প্রথম টাইব্রেকার কিকেও গোল করে দলকে এগিয়ে দিয়েছো। সামর্থ্যরে সবটুকু উজাড় করে দিয়ে কী অবিশ্বাস্য এক খেলাই না দেখালে। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক, তাও দীর্ঘ ৬৬ বছর পর। 

তুমি মেসির হাত থেকেই ব্যাটনটা তুলে নিয়েছো, অদূর ভবিষ্যতে রাজত্ব করবে দুনিয়াজুড়ে, বিশ্বকাপের সম্ভবত সব রেকর্ডই ভাঙবে। কিন্তু ফাইনালের দিনটায় তোমার দুর্ভাগ্য, প্রতিপক্ষে এমন একজন ছিলেন যার বিদায়ের স্ক্রিপ্ট স্রষ্টা বিশেষভাবে লিখেছিলেন অকল্পনীয় সব চমকে। রাতটা যে হাত ভরে শুধু তাকেই দেবার কথা ছিলো। যতো অপূর্ণতা আর হতাশার দীর্ঘ যুগ কানায় কানায় ভরিয়ে দেবার কথা ছিলো লিওনেল আন্দ্রেস মেসি নামের ওই মানুষটাকে, যার কাঁধে ছিলো কোটি সমর্থক-দর্শকের কয়েক যুগের অন্তহীন প্রতীক্ষা মেটাবার দায়। তোমার জন্য ভালোবাসা এমবাপ্পে। অভিবাদন শেষ নিঃশ্বাস অবধি দাঁতে দাঁত চেপে লড়াইটা চালিয়ে যাবার জন্য। অনেক অনেক শুভকামনা। উবধৎ গধমহরভরপবহঃ, ণড়ঁৎ এষড়ৎু অধিরঃং. ফেসবুক থেকে