প্রকাশিত: Fri, Feb 23, 2024 10:33 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:37 AM

কাঁটায় জর্জরিত গোলাপ!

প্রভাষ আমিন: ১. মানুষের সময় খারাপ হলে একসাথে সবকিছু খারাপ হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক সাংসদ, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপেরও এখন সেই খারাপ সময় চলছে। অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়। আব্দুস সোবহান গোলাপের এখন সেই দশা। রাশি খারাপ।

২. একাদশ সংসদের সদস্য আবদুস সোবহান গোলাপ দ্বাদশ জাতীয় সংসদেও মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। এমনকি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোলাপের নির্বাচনী এলাকায় গিয়ে প্রচারণা চালিয়েছেন। তাও শেষ রক্ষা হয়নি। স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে ৩৫ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার মানে কেন্দ্রীয় প্রচার সম্পাদক হেরেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতির

কাছে।

৩. ভোটারদের কাছে পদ-পদবি কোনো বিষয় নয়। তারা চায় কাছের মানুষ। আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন না করা। শুধু তৃণমূলই নয়, দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদকের পরাজয়ের খবরে

গোপন উল্লাস ছিল আওয়ামী লীগের সব মহলে। এটা বিস্ময়কর। আবদুস সোবহান গোলাপের অবশ্যই নিবিড় আত্ম মূল্যায়ন দরকার।

৪. আবদুস সোবহান গোলাপের বিপদটা শুরু হয় গতবছর। যুবলীগের সাবেক নেতা ব্যারিস্টার সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ আনেন যুক্তরাষ্ট্রে আবদুস সোবহান গোলাপের ৯টি বাড়ি আছে। এ নিয়ে ব্যাপক তোলপাড়ও হয়। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। ট্র্যাজেডি হলো, ব্যারিস্টার সুমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন। আর হেরেছেন গোলাপ।

৫. গত ১ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘মন্ত্রী না হয়েও মন্ত্রিপাড়ার বাংলোয় গোলাপের বাস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর বাংলোটি বরাদ্দ পেয়েছিলেন তিনি। ২০১৮ সালের পর থেকে তিনি আর বিশেষ সহকারী পদে না থাকলেও বাংলোটি আর ছাড়েননি। ভয়ে তাকে কেউ কিছু বলেনওনি।

৬. এখন আবদুস সোবহান গোলাপ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নন, এমনকি এমপিও নন। তাই বাংলোটি তাকে এবার ছাড়তেই হচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি সরকারি আবাসন পরিদপ্তর বাংলোটির বরাদ্দ বাতিল করে তাকে জানিয়ে দিয়েছে। বাংলোটি এরই মধ্যে

বাংলোটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে বরাদ্দ দেওয়া হয়েছে।

৭. আহারে বেচারা গোলাপ। সময় খারাপ হলে এমনই হয়।

প্রভাষ আমিন: হেড অব নিউজ, এটিএন নিউজ

২২ ফেব্রুয়ারি, ২০২৪