প্রকাশিত: Fri, Mar 1, 2024 9:34 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:37 AM

উন্নয়নের বাংলাদেশে বৈষম্য বিরাজমান

অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন: আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ঠিকই, কিন্তু উন্নয়ন বলতে যা বোঝায় তা এখনো হয়নি। কারণ প্রবৃদ্ধি হতে হবে সমতাভিত্তিক। তবেই উন্নয়ন পূর্ণতা পায়। বাংলাদেশে বৈষম্য বিরাজমান। অপরদিকে রাজনৈতিক অনুন্নয়ন আমাদের যথেষ্ট মর্মাহত করে। কারণ যতোই দিন যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আমরা পিছিয়ে পড়ছি। 

গণতন্ত্রের প্রতি অঙ্গীকার নিয়ে, কাঠামোগত দিক থেকে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিলো। কিন্তু সেই গণতন্ত্র এখন প্রশ্নবিদ্ধ। এজন্য যে শুধু আমরা সরকারি দলকেই দোষারোপ করবো তা নয়, বিরোধীদল বা বিরোধী মহল বলে যারা পরিচিত তারাও তাদের তাদের দায়িত্ব পালন করতে পারেনি। বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতির মাত্রা যথেষ্ট সন্তোষজনক। 

আগামীতে আরও ভালো হবে এমন একটি আশা পোষণ করছি আমরা। কিন্তু বিপরীতে রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ ক্রমাগতভাবে পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কিন্তু সম্ভাবনাও রয়েছে বিপুল। চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্ভাবনা নিশ্চিত করতে হলে সঠিক নেতৃত্ব, সঠিক কর্মব্যবস্থাপনার প্রয়োজন আছে। পরিচিতি : ইতিহাসবিদ