প্রকাশিত: Tue, Apr 23, 2024 12:01 PM
আপডেট: Sun, Dec 7, 2025 12:58 AM

প্রতিক্রিয়া দেবেন ভালো, একটু রয়েসয়ে দেন!

গাজী নাসিরুদ্দিন আহমেদ : ফেসবুক সমাজ হলো প্রতিক্রিয়াপ্রিয় সমাজ। ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া দিয়ে দায়িত্ব সেরে ফেলা এই সমাজের বিশেষ বৈশিষ্ট্য। আনু মুহাম্মদ ধীরলয়ে চলন্ত ট্রেন থেকে নেমে পড়তে পারলে যারা বলতেন, বাহ! স্যারের তারুণ্য দেখ, প্রাণশক্তি দেখ, তারাই এখন বলছেন, উনার মতো মানুষ নিয়ম ভেঙ্গে চলন্ত রেলগাড়ী থেকে নামতে গেলেন কেন? জাতিকে তিনি এই শেখাচ্ছেন? বহু আগে কোনো এক পত্রিকায় হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার পড়েছিলাম। নব্বইয়ের দশকের গোড়ার দিকে নাকি আশির দশকের শেষদিকে ঠিক মনে নেই। বেকুব সাংবাদিক তখনও ছিল এখনো আছে। জিজ্ঞেস করেছিলেন, আপনার নাটকে, গল্পে মেসেজ কী থাকে? উনার জবাব ছিল, ‘আমি নাটকে, বইয়ে শিক্ষকতা করি না’। প্রতিক্রিয়া দেবেন ভালো। একটু রয়েসয়ে দেন। ২১.৪.২৪। ফেসবুক থেকে