প্রকাশিত: Tue, Apr 23, 2024 12:01 PM
আপডেট: Sun, Dec 7, 2025 12:54 AM

চীনা বাম রাজনীতির পরের জীবন : একটি কেস স্টাডি

আফসান চৌধুরী : ১৯৭৫ সালের পর জিয়া ক্ষমতায় বসে। এই কালে বহু চীনা বাম পার্টিÑ চরম ও নরম তাকে সমর্থন করে। এরা ভীষণ আওয়ামী লীগ বিরোধী ছিল। তাই ওই দলের পতনের পর ‘শত্রুর শত্রুকে সমর্থন কর’ থিসিস অনুযায়ী তারা এগোয়। যে কারণে বিএনপিতে অনেক যায়। মির্জা আলমগীর, রিজভী, দুলু এরা সবাই এই কাতারের। তবে সবাই নয়। কেউ কেউ রাজনীতি ছেড়ে দেয়। রাজা ভাই তেমন একজন। 

[২] পুরান ঢাকায় তার ডেরা ছিল আগে। সেখানেই তাদের সম্পত্তিও ছিল। বামদের প্রিয় ব্যবসা-ছাপাখানা দেয় এবং কালচারাল কাজ কর্ম করলেও সক্রিয় রাজনীতি ত্যাগ করে। তারপর যেটা করে, আমি ভাবিনি। বিয়ে করে। উনার স্ত্রী খুব চুপচাপ, শান্ত টাইপের মানুষ ছিলেন। আমাকে স্নেহ করতেন। বিয়ের বছর দেড়েক পর বাচ্চা হওয়ার সময় মারা যান। তিনি নাকি জানতেন এটা হবে। রাজা ভাই বলেন, তার জীবন ওই বাচ্চাকে কেন্দ্র করেই চলে। আমার বিস্বাসঘাতকগণ উপন্যাসে কি বলেছি উনাকে নিয়ে? [৩] ২০০২-৩ সালের দিকে, আমি তখন ব্র্যাকে কাজ করি। খুলনায় কাজে গিয়ে এক কর্মী পাই। জানতে পারি সে সেই মেয়ে। খুব ভালো লেগেছিলো। পরে মেয়েটা স্কলারশিপ পেয়ে বিদেশে যায়। রাজা ভাই এর মধ্যে মারা যায়। মেয়েটি নাকি আর ফেরেনি। সেদিন এক ব্র্যাক কর্মী জানালো, মেয়েটি দেশে এসেছিলো, আমার কথা জানতে চেয়েছিলো। সে তাকে ফেসবুকে আমাকে মেসেজ দেবার কথা বলে। কিছু পাইনি। ভালো থেকে রাজা ভাই। ভাবীর মেয়ে রঞ্জনা। লেখক ও গবেষক