প্রকাশিত: Sat, May 4, 2024 12:56 PM
আপডেট: Sun, Jan 25, 2026 11:42 PM

কথিত নাম্বার ওয়ান নায়কের আত্মসম্মান বলে কি কিছু আছে!

লুলু আম্মান সুরা : দেশের নাম্বার ওয়ানÑ ইতরখান! যার মনে কোনো প্রেম নাই, আছে শুধু বর্বর কাম বাসনা। এইটা আসলে নায়ক না, খল নায়ক। এরকম ইতর এই উপমহাদেশে বা দুনিয়ায় আর  দুইটা আছে কিনা কে জানে। ইতরটার টাকা, খ্যাতি ও ক্ষমতা আছে বলেই যা খুশি তাই করে যাচ্ছে। প্রথমে অপুর সাথে প্রেম করল, বিয়ে করল আবার সংসার করল কিন্তু তা গোপনে। অপু বাচ্চার খবর প্রচার করল বলে ওরে ডিভোর্স দিল। তার মানে, তার ইচ্ছা হলে প্রেম আর সংসার করবে। কিন্তু স্ত্রীর মর্যাদা দেবে না। মেয়েটার সংসার করার ইচ্ছা মেনে নিবে না। মেয়েটার সহজাত মাতৃত্বের চাহিদাকে মেনে নেবে না।

ধরে নিচ্ছি, অপু লাউড ও ডমিনেটিং তাই ধীরেধীরে বিরক্তি এসেছিল। যে কারণে পরে তা বুঝতে পেরে সরে আসছে। এটা ভাবা যেত যদি বুবলিকে নিয়ে সেটেলড হতো। কারণ বুবলি তো তাকে অন্য নায়িকাদের সাথে কাজ করতে বাঁধা দেয়নি। এছাড়া সে নিজেই বুবলিকে এতো স্পেস দিয়েছিল যে বুবলি ফ্যামিলি টাইম ক্যাপশন দিয়ে ছবিও পোস্ট করেছিল। তাহলে ওর মতন অশিক্ষিত পোলায় বুবলিরে কেন ধুমধাম করে বিয়ে করল না? কেন ওই ভদ্র ও নম্র চরিত্র পেয়েও সুখি হলো না? কেন অপুর ঘটনার পুনরাবৃত্তি হলো? 

তবুও যদি দেখা যেতো, ও আবার অপুর কাছে ব্যাক করেছে, তাহলে প্রথম প্রেম, ভুলতে পারে নাই বা দ্বিতীয় সংসার করে অপুকে উপলব্ধি করতে পারছে বলেও ভাবা যেতো। কিন্তু তাও না। সে তৃতীয় বিয়ে করবে। তার মানে, ও নারীদের মানুষ মনে করে না, কে নো সম্মানই দিতে পারে না। বুবলির মাধ্যমে প্রমাণ হয়ে গেলো যে, অপুর কোনো দোষে শাকিব অপুকে ছাড়ে নাই। বরং শাকিবের চরিত্রের দোষ এটা। দুই বাচ্চার এই হালকা টাকু, বৃদ্ধ ও অশিক্ষিত বাপ মেকাপ টেকাপ মেরে এখনো নায়কগিরি করে যাচ্ছে। আবার নাকি তৃতীয় বিয়ে করবে এক ডাক্তার মেয়েকে। এবার নাকি ধুমধাম করবে। কারণ এখন ও বুঝতে পারছে, ওর দাম কমছে। ও এখন বুড়া, টাকু, দুই বাচ্চার বাপ ও দুই সতীনের ক্রমাগত কামড়া কামড়ির শিকার হওয়া এটো মানুষ। তাই কম দামি ফিলিংস থেকে তৃতীয় বউকে বেশি দাম দেবার আগ্রহ জাগছে। এর আগে নিজেরে বেশি দামি ভাবত। 

যদিও বেশি দামিরা বিয়ে করছে, মুকেশ আম্বানি বিয়ে করছে, বিল গেটস করছে, টম ক্রুজ করছে, উত্তম কুমার বা অমিতাভ বা শাহরুখ এমনকি রণবীরও করছে, আর তাতে তাদের দাম কমে নাই। বরং বাড়ছে। কিন্তু এই ইতরের যেহেতু রূপ ছাড়া কিছুই ছিল না কোনোদিন, বুদ্ধি বা আত্মসম্মান বলতে তো কিছুই নাই, সেজন্যই একের পর এক নারীকে ভোগ করেছে, দায়িত্ব নিতে চায়নি। দায়িত্ব নেওয়ার যোগ্যতা হয়নি। এখনো হয়নি। ওর হবু তৃতীয় ও ৪র্থ বউদের জন্য রইল অগ্রীম সান্ত্বনা। ও শুধু ক্যামেরাতেই নায়ক আর বাস্তবে খলনায়ক। ধিক্কার জানাই এসব ইতরদের। ফেসবুক থেকে