প্রকাশিত: Sun, May 5, 2024 2:03 PM
আপডেট: Sun, Jan 25, 2026 11:42 PM

আমলারাই তো এখন দেশের রাজা!

সৈয়দ কবির : আমলারা তার সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চানÑ এই দাবির আলাদা মাহাত্ম্য এবং তাৎপর্য আছে। বাংলাদেশে এখন উচ্চপদস্থ বেশিরভাগ আমলাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে। একজন সচিব যে টাকা বেতন পান তাতে তার সন্তানকে কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া কিংবা যুক্তরাজ্যে পড়ানো অসম্ভব। এই টাকার উৎস নিয়ে কেউ কখনো প্রশ্ন করে না? বিদেশে সন্তানদের পড়ানোর খরচ আমলারা কোত্থেকে পান? এখন বিদেশে অর্থ পাচার নিয়ে অনেক কড়াকড়ি আরোপ করা হয়েছে। বাংলাদেশে আমলারা আইনের ঊর্ধ্বে থাকলেও বিদেশে তাদের এই অবৈধ টাকার জন্য শাস্তি পেতেই হবে অদূর ভবিষ্যতে। আমার জানামতে, অনেকে ঝামেলার মধ্যেও আছেন। আমলাদের সন্তানরা তো রাজপুত্র। তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে। কাজেই সাধারণ আমজনতার সঙ্গে তাদের সন্তানরা করবে কীভাবে? বিদেশে পডালে চুরির দেয় শাস্তি হবে, আর দেশে সাধারণ শিক্ষার্থীদের সাথে পড়লে ইজ্জত যাবে। আর সেজন্যই আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি। আমলারাই তো এখন দেশের রাজা। ৪-৫-২৪। ফেসবুক থেকে