প্রকাশিত: Sun, May 5, 2024 2:10 PM
আপডেট: Sun, Jan 25, 2026 11:42 PM

শাসক দল বিনা তকলিফে লালনকে পেয়ে গেছে নিজেদের ঘরে!

ডা. গুলজার হোসেন উজ্জ্বল : [১] ক্ষুদে শিল্পীর কণ্ঠে ইসলামী বক্তা, নেতা ও মাদ্রাসা শিক্ষক আল্লামা মামুনুল হকের মুক্তি নিয়ে সংগীত ‘দাদু মণি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই/মামুন আঙ্কেল আসছে ফিরে খুশির সীমা নাই।’ গানের এই দুই লাইনেই বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির গতিপথ পরিষ্কারভাবে চিত্রিত হয়েছে। [২] লালনের গান মূলত শাসক ও সমাজপতিদের বিরুদ্ধে সাংগাতিক বিদ্রোহ। তার গান শাসকদলের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারতো। কিন্তু উল্টো শাসকদলের সমর্থকেরাই তার গান ও দর্শনকে নিজেদের পক্ষে ব্যবহার করছে। 

এরকম একটি আক্ষেপ ঝরে পড়েছে শিল্পী ও অ্যাক্টিভিস্ট অরূপ রাহীর পোস্টে। হ্যাঁ লালনের গান শাসকের টুঁটি চেপে ধরার কথা ছিলো। কিন্তু তথাকথিত মজলুম বিরোধী দলেরাই লালনের টুঁটি চেপে ধরছে ধর্মের নামে। ফলে শাসক দল বিনা তকলিফে লালনকে পেয়ে গেছে নিজেদের ঘরে। এই ঘটনার ভেতর দিয়েও আপনি বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির স্বরূপটি দেখতে পাবেন। এবং বুঝতে পারবেন কেন বলা হয় ‘বিকল্প নাই’। লেখক: চিকিৎসক