প্রকাশিত: Mon, May 6, 2024 11:13 AM
আপডেট: Sat, Dec 6, 2025 11:44 PM

‘নিরাপদ সড়ক চাই’ বলতেও ইচ্ছে করে না আর!

আর রাজী : আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র গিয়াসুর রহমান গিয়াস (সৌম্য) গত শুক্রবার রাতে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। মাথায় গুরুতর আঘাত পাওয়া গিয়াসের (রবিবার, দুপুর ১২টা) জ্ঞান ফেরেনি। চট্টগ্রামের প্রাইভেট রয়েল হাসপাতালের আইসিইউতে সৌম্যকে রাখা হয়েছে।

আমরা জানি, বুঝি; এই দেশে এই সব দুর্ঘটনা আমাদের ললাট লিখনের অংশ হয়ে গেছে। প্রতিদিনই আমাদের নিকট জনদের কেউ, আমাদের কোনো না কোনো স্বজন সড়কে দুর্ঘটনার কবলে পড়ছেন। পুরো প্রক্রিয়াটাই এমনভাবে ঘটে চলেছে যে, আমরা আমাদের জীবনে যেন সড়ক দুর্ঘটনায় পড়তে বাধ্য। কাউকে কিছু বলার নাই, কোথাও কোনো জবাবদিহিতা নাইÑ এ দেশে সাধারণ মানুষের বেঁচে থাকার যে কোনো অধিকারই নাই সে কথাই প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয় এইসব দুর্ঘটনা! এই অসহনীয়, দমবন্ধ করা দুর্ঘটনার দেশে আমরা কেবল আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারি, আমাদের গিয়াস যেন তাঁর কৃপায় সুস্থ হয়ে ওঠেন। ফেসবুক থেকে