প্রকাশিত: Mon, May 6, 2024 11:22 AM
আপডেট: Sat, Dec 6, 2025 9:54 PM

পৃথিবীতে যেসব নারী সন্তান জন্মদানে মায়েদের সহযোগিতা করে আসছেন, তাদের প্রতি অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি

মিজানুর রহমান খান : এই পৃথিবীতে যে মানুষটি আমাকে প্রথম দেখেছিলেন, তাকে কি আমরা কখনও দেখেছি? মনে রেখেছি কি তার কথা? আমার জন্মের সাথে সাথে যিনি আমাকে প্রথম কোলে নিয়েছিলেন, তাকে দেখার খুব শখ ছিলো আমার। শৈশবে কখনও হয়তো দেখেছি, কিন্তু এখন আর তাকে মনে করতে পারি না। বড় হয়ে যখন বুঝতে শিখেছি, তার পর থেকে একবার তাকে দেখতে চেয়েছিলাম। চেয়েছিলাম জীবনে একবার হলেও তার সামনে গিয়ে দাঁড়াব। জড়িয়ে ধরে তার প্রতি কৃতজ্ঞতা জানাবো। পরে মায়ের কাছে খোঁজ নিয়ে জানতে পারি যে তিনি মারা গেছেন। তাকে আর দেখতে পারিনি। আমার ছেলে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর যে তাকে প্রথম দেখেছিল, তাকে আমি দেখেছি। তিনি একজন ফিনিশ নারী। তুর্কু নামের একটা শহরের হাসপাতালে কাজ করতেন। জন্মের প্রায় এক বছর পরে ছেলেকে নিয়ে গিয়েছিলাম তাকে দেখতে। আমরা দুজনে তার হাতে দেশ থেকে নিয়ে আসা কিছু উপহার তুলে দিয়েছিলাম। তিনি খুব খুশি হয়েছিলেন, অবাকও হয়েছিলেন। আন্তর্জাতিক ধাত্রী দিবস। সারা পৃথিবীতে যেসব নারী সন্তান জন্মদানে মায়েদের সহযোগিতা করে আসছেন, তাদের প্রতি অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের কাছে আমাদের এই ঋণ কখনও শোধ হবার নয়। লেখক: সাংবাদিক। ৪-৫-২৪। ফেসবুক থেকে