প্রকাশিত: Mon, May 6, 2024 11:25 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:13 PM

রিয়াল মাদ্রিদ এক আশ্চর্য মহীধর!

কবির য়াহমদ : রিয়াল মাদ্রিদ এমনই এক আশ্চর্য মহীধর, যেখানে যায় তারা সেখানে মহীতল  থেকে মহাকাশ পর্যন্ত তাদের সীমা। স্প্যানিশ লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ যেখানে তাকান সেখানেই দেখবেন তাদের অত্যাশ্চর্য ধারাবাহিকতা, অনন্য অর্জন। লা লিগায় প্রতিদ্বন্দ্বিতা হয় না, বলেন অনেকেই। হয় না আসলে। তার কারণ কী জানেন? কারণ একটাই ওখানে রিয়াল মাদ্রিদ খেলে। রিয়াল মাদ্রিদের মতো অতি বিস্ময়কর দল যেখানে সেখানে অন্যদের দাঁড়ানোর কথা না। হচ্ছেও তাই। কেবল কি লা লিগা? না! চ্যাম্পিয়ন্স লিগেরও একই অবস্থা। ওখানে রিয়াল মাদ্রিদ থাকে বলে বেশিরভাগ সময় তারাই চ্যাম্পিয়ন। এবারও তাই ঘটতে যাচ্ছে। 

রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমানদের একেকজন নামের পাশে চ্যাম্পিয়ন্স লিগের যতটা ট্রফি, সেটা ইউরোপের শতবর্ষী বেশিরভাগ ক্লাবেরও নাই। আধুনিক ফুটবল মূলত রিয়াল মাদ্রিদময়। এটা কেবল ক্লাবই একটা নয়, একটা ফুটবল গবেষণাগার। এখানে ফুটবলার, কোচ ও কোচিং স্টাফরা যোগ দেয় না, যোগ দেয় একদল গবেষক; উৎকৃষ্ট মানের গবেষক। তাই দেখবেন, রিয়াল মাদ্রিদের খেলার ছক নির্দিষ্ট নয়, প্রতিপক্ষ বিবেচনায় ছক কষা হয়, এবং হয় এর সফল বাস্তবায়ন। 

এমন একটা ফুটবল গবেষণাগারের বাসিন্দাদের বিপক্ষে যখন অন্যরা স্রেফ এগারো জোড়া পা আর এক জোড়া হাত নিয়ে নামে, তাদের সাফল্যের সম্ভাবনা থাকে না, থাকছেও না। দ্য রয়্যাল রিয়াল মাদ্রিদের আধিপত্য কমাতে তাদের নিয়ে গবেষণা জরুরি। তাদের নিয়ে কথা বলতেও জরুরি গবেষণালব্ধ জ্ঞান-অভিজ্ঞতা। মিলিয়ন-মিলিয়ন ইউরো খরচা করে রিয়ালের সামনে দাঁড়াতে পারছে না কেউ; দুই টাকার এমবি কিনে অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিউলস-বন্ধুরা। লেখক: সাংবাদিক ও কলামিস্ট