প্রকাশিত: Mon, May 6, 2024 11:27 AM
আপডেট: Sun, Jan 25, 2026 11:44 PM

কোনো কোনো মানুষ নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টার পরিবর্তে অন্যদের দোষ খুঁজে বেড়ায়

আকতার বানু আলপনা : আপনার আশেপাশে (বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে) খেয়াল করলে দেখবেন, কিছু মানুষ আছে, যারা সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায়। এরা সবসময় পরচর্চা, পরনিন্দা, কূটনামি, অন্যকে হেয় করে কথা বলাÑ এসব করে বেড়ায়। এদের কাজই হলো সবসময় নিজেকে ভালো, বিজ্ঞ, পারদর্শী ইত্যাদি বলে প্রচার করা এবং তার আশেপাশের লোকজনকে করাপ্টেড, অজ্ঞ, অকর্মার ঢেঁকি ইত্যাদি প্রমাণ করা। এর কারণ কী? কারণ হলো, [১] তারা নিজেরা যে অন্যদের তুলনায় অযোগ্য, সেটা তারা কখনো ভুলতে পারেনা। আর পারে না বলেই সবসময় নিজেকে যোগ্য বলে প্রচার করে আত্মতৃপ্তি লাভের চেষ্টা করে। 

[২] এরা সবসময় আতঙ্কে থাকে এই ভেবে যে, এই বুঝি কারো কাছে তার দুর্বলতা প্রকাশ পেয়ে গেলো। সেজন্য অগ্রিম সতর্কতা হিসেবে তারা অন্যদের দোষ খুঁজে বেড়ায়, অন্যদের বদনাম করে বেড়ায়। [৩] ব্যক্তিগত জীবনে এরা ভীষণ অসুখী, সন্দেহপ্রবণ এবং কখনো কখনো লম্পট হয়ে থাকে। এজন্য তারা মনে করে যে, সমাজের বাকি লোকজন সবাই তার মতোই। তাই অন্যদের তুলনায় তারাই বরং অনেক ভালো! মোরাল অফ দ্য স্টোরি : কোনো কোনো মানুষ নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করার পরিবর্তে অন্যদের দোষ খুঁজে বেড়ায়। এরকম লোকজন থেকে আপনি শত হাত দূরে থাকবেন। আর আপনার আশেপাশে এমন কেউ থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে