প্রকাশিত: Tue, May 7, 2024 11:48 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:13 PM

হক সাহেবরা টিকে গেলে এটা একটা খারাপ নজির হয়ে থাকবে

গোলাম সারোয়ার : পরকীয়া ছাড়া হক সাহেবের যে অপরাধটা বড় সেটা হলো, তিনি ঘোষণা দিয়েছেন; ধোলাইপাড়ে ভাস্কর্য প্রতিষ্ঠা করা হলে তারা তাদের সময়ে তা উপড়ে ফেলবেন। সরকার তার ঘোষণা আমলে নিয়ে সেদিকে আর পা বাড়াননি। তার মানে সরকার এটাকে অপরাধ হিসেবে আমলে নেয়নি। সুতরাং হক সাহেবকে আটকে রাখার আসলে কোনো সুযোগ নেই। জান্নাত আরা ঝর্ণা যদি কখনো সংক্ষুদ্ধ হয়ে এগিয়ে আসেন, তাহলে একটা সুযোগ থাকতো। কিংবা জনাবা আমেনা তৈয়বা যদি বিচার চাইতেন।শেষ সুযোগ হলো ধর্ম। 

ধর্মই নৈতিকার শেষ সীমানা, শেষ রক্ষাকবচ। এখন হক সাহেবের অনুসারীরা যদি ধর্মের চেয়ে নেতাকে বড় মনে করেন তাহলে বিচার করার মালিক থাকে একমাত্র আল্লাহ। হক সাহেবরা টিকে গেলে এটা একটা খারাপ নজির হয়ে থাকবে। তাহলে মানুষের পরিবার টেকানো বিপদগ্রস্ত হবে। দুর্বল মানুষদের সন্তান-সন্ততি, স্ত্রী-কন্যারা বিপদে পড়ার ঝুঁকিতে থাকবে। আল্লাহ নিশ্চয় বিচার করবেন শেষমেষ। না হলে পৃথিবীতে নৈতিকতা বলতে কিছুই থাকবে না, থাকতো না। লেখক: কলামিস্ট