প্রকাশিত: Wed, Dec 28, 2022 2:10 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:13 PM

ভগবান যা বললেন

নির্মলেন্দু গুণ

নানাকারণে মনটা ভালো ছিলো না। ভগবানের ওপর বিশ্বাস স্থাপন করে, তাঁর পাদপদ্মে নিজেকে সমর্পণ করে মধ্যরাতের দিকে আমি ঘুমাতে গিয়েছিলাম। আমার ঘুম, যাওবা একটু লেগে এসেছিলো চোখে, ভেঙে গেলো কোনো অজানা মানবের ধাক্কায়। মানবীও হতে পারে, আমি তাঁর দেহরূপ ভালো করে জরিপ করতে পারিনি। ঘুমাতে যাবার সময় নিñিদ্র অন্ধকার ছিলো ঘরে। কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে সক্ষম একবিন্দু আলোও ছিলো কোথাও। অথচ ঘুম ভেঙে যাওয়ার পর দেখলাম, আমার শয্যাপাশে একটা পূর্ণদৈর্ঘ্য মানুষের ছায়া। তাঁর মানে তিনি আলো হাতে নিয়েই বা নিজেই আলো হয়ে প্রবেশ করেছেন আমার গৃহে। ভয় নিয়েই ঘুমাতে গিয়েছিলাম, ঘুম ভেঙে যাবার পর সেই ভয়টা নতুন করে চেপে বসলো আমার মনে। আমি ভয়ার্তকণ্ঠে বললাম, কে? কে? কে এখানে? 

ছায়াটি বললো, আমি, আমি ভগবান। আমি বললাম, একী কথা? আপনার ওপর আস্থা স্থাপন করেই তো আমি ঘুমাতে গিয়েছিলাম। ঘুম এসেও গিয়েছিলো কিছুটা। আর আপনিই আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন? ভগবান বললেন, আমি তোর ঘুম ভাঙাতে আসিনি। আমি তোর ভুল ভাঙাতে এসেছি। তুই তো ভালো করেই জানিস আমি নেই। তোরা তোদের নিজেদের ভুলের দায় আমার কাঁধে চাপানোর উদ্দেশ্যেই আমাকে বানিয়েছিস। তাই না? না-না, তা কেন? অনেকেই তো বলে, আপনি আছেন। চুপ কর, অনেকের মতো করে আমি তো তোকে বানাইনিÑ তুই কবি, তোর কাছে এরকম অজানায় আত্মসমর্পণ আমি মোটেও প্রত্যাশা করিনি। ঘুম না এলে তুই নিকটস্থ ডাক্তারের কাছে যাবি। আমাকে আর কখনও বিরক্ত করবি না। তোদের অত্যাচারে তো আমিই ঘুমাতে পারছি না। আমার ঘর অন্ধকার করে দিয়ে তিনি চলে গেলেন। আমি জেগে থাকলাম, অন্ধকারে একা।  লেখক: কবি। ফেসবুক থেকে