প্রকাশিত: Thu, May 9, 2024 11:53 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:32 PM

বাঙালি মুসলমানের সামষ্টিক বুদ্ধিবৃত্তি কতোটা সংকীর্ণ হয়ে পড়েছে, তা বোঝা যায় রবীন্দ্রনাথের প্রসঙ্গ এলে

গাজী নাসিউদ্দিন আহমেদ : বাঙালি মুসলমানের সামষ্টিক বুদ্ধিবৃত্তি কতটা সংকীর্ণ হয়ে পড়েছে তা বোঝা যায় রবীন্দ্রনাথের প্রসঙ্গ এলে। একটা জাতির বুদ্ধিবৃত্তির ওপর রাজনৈতিক আছর কতটা দানবীয় হয়ে উঠতে পারে তা ভেবে আশ্চর্য হয়ে পড়ি। বাঙালি মুসলমান ইন্টেলেজেন্সিয়া এখনো সমাধানে আসতে পারেনি রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন নাকি করেননি।

ই কথায়তো আর কেউ দ্বিমত করতে পারবে না যে, বাঙালির ভাব-ভাষা এবং সৃজনের আপাত শীর্ষবিন্দু এই রবীন্দ্রনাথই। সুতরাং তার ছায়ার সঙ্গে না লড়ে তাকে আপন করে নেওয়ার মাধ্যমেই বাঙালি মুসলমানের সাংস্কৃতিক জীবনপ্রবাহ এগিয়ে নিতে হবে। রবীন্দ্রবিদ্বেষীরা আমার জন্য তরবারিতে শান দিন, রবীন্দ্রপূজারীরা কিঞ্চিৎ বিরক্তি প্রকাশ করুন, পঁচিশে বৈশাখের মহিমায় রাজনীতির কালিমা লাগিয়ে দিলুম বলে। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে