প্রকাশিত: Sat, May 11, 2024 11:47 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:28 PM

রিকশা ভাড়া আর কাঁচা বাজার দিয়েই অর্থনীতির অবস্থা বোঝা সহজ

দিপু তৌহিদুল : বাংলাদেশের অর্থনীতি বোঝার জন্য আলাদা করে পড়াশোনা করতে হয় না, রিকশাভাড়া আর কাঁচা বাজারটা দেখলে আর বুঝলে এদেশের সব মোটামুটি বোঝা হয়ে যায়। রিকশায় রাতের বেলায় ধানমণ্ডি পনেরো নাম্বার থেকে বাটা সিগনাল মোড় গত বছর পর্যন্ত ত্রিশ টাকায় আসা যেতো, এখন সত্তর আশি চেয়ে পঞ্চাশের নিচে আসে না। বাটা সিগনাল হতে মগবাজার মোড় আগে চল্লিশ টাকায় যাওয়া যেতো, এখন সেটা ষাট সত্তরের নিচে অসম্ভব। কারওয়ান বাজারের এপার হতে বাটা সিগনাল মোড় গত বছরও ত্রিশ টাকায় আসা যেতো, এখন পঞ্চাশ হতে ষাট টাকা চায় এবং চল্লিশের নিচে আসে না। ঢাকায় একশ/দেড়শ টাকা রিকশা ভাড়া এখন মামুলি ব্যাপার হয়ে গেছে। 

রিকশা ভাড়াটা দেশের অর্থনীতি বুঝতে ভালো সাহায্য করে। দ্রব্যমূল্যর সঙ্গে তাল মিলিয়ে রিকশাওয়ালারা তাদের ভাড়া বাড়ায়। সবকিছুর মূল্য অযৌক্তিক হারে বেড়ে গেলে রিকশাভাড়াও প্রথমদিকে যাত্রীরা মানতে নারাজ হলেও একসময় দিতে বাধ্য হয়। সব্জির কেজির গড় মূল্য যদি ষাট হতে আশি টাকায় উঠে যেতে পারে, তাহলে রিকশাভাড়া বড় ধরনের জাম্প করবে না কী কারণে? রিকশা আর কাঁচা বাজার দিয়েই অর্থনীতির অবস্থা বোঝা সহজ। অল্পকিছু মানুষের খুব ভালো চেহারা দেখেই যদি গোটা দেশেরই মানুষের পকেট স্বাস্থ্য ভালো ভাবলে সেটা ভুল হবে, এই মুহূর্তে দেশের গড় সাধারণ মানুষের অবস্থা চরম খারাপ, এরা কি দিয়ে ভাত খায় সেটা জানলে মানবিক হলে অসুস্থ বোধ করবেন।  এই মন্দ থাকা মানুষরা এখন পর্যন্ত ক্ষুধার্ত পেট রশি দিয়ে বেঁধে মিনমিন করে তাদের কষ্টের কথা জানাচ্ছে, একটা সময় আসবে এই মিনমিন করা মানুষরা মরার উপক্রম হলেই আচরণ বদলে এগ্রেসিভ হয়ে উঠতে পারে। খাদ্যগুণের অভাবে মানুষের মস্তিষ্কে চরম রাগ জন্মায়, সেই রাগের প্রকাশ মোটেও ভালোভাবে ঘটে না। ফেসবুক থেকে