প্রকাশিত: Sat, May 11, 2024 11:48 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:21 PM

ব্যারিস্টার সুমন আসলে দুর্নীতিবাজ সিন্ডিকেটের জন্য বিরাট থ্রেট

শেখ আদনান ফাহাদ : ব্যারিস্টার সুমন ভাই আসলে দুর্নীতিবাজ সিন্ডিকেটের জন্য বিরাট থ্রেট। উনি সবার মনে ভয় ধরিয়ে দিচ্ছেন। সুমন ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সাধারণ মানুষ ছাড়া তেমন কারো সাপোর্ট পাবেন না। এমপিরা কোটি কোটি টাকা বরাদ্দ পান। সে এমপি যে দলেরই হোক না কেন। এমপিরা নিজেদের প্রাসাদ বানান ঠিকই, ঢাকা, বিদেশ নানা স্থানে এদের সম্পদ গড়ে তোলে। আর জনগণকে নিয়মিত বোকা বানান। জনগণ ব্যস্ত থাকে হিরো আলম, জায়েদ খান, ইতিহাস, বিতর্ক নিয়ে। এই প্রথম কোনো এমপি অচলায়তন ভেঙে ফেলার চেষ্টা করলেন। সব দলের প্রায় সব এমপি উনার বিরুদ্ধে কথা বলবেন। কিন্তু আমরা সুমন ভাইয়ের সাথে আছি। চুন্নু সাহেবের আসনে নির্বাচন করলেও সুমন ভাই পাস করবেন। ফেসবুক থেকে